ঢাকা | ডিসেম্বর ২৩, ২০২৪ - ৯:৪৭ অপরাহ্ন

বগুড়া ধুনট পৌরসভায় বিজয়ের লক্ষে আ’লীগের বর্ধিত সভা

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, January 6, 2021 - 4:35 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 157 বার

মোঃ হেলাল উদ্দিন সরকার,সংবাদাতা (ধুনট) বগুড়া : আগামী ৩০ জানুয়ারি অনুষ্ঠিতব্য ধুনট পৌরসভা নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী টি আই এম নুরুন্নবী তারিককে নৌকা প্রতীকে বিজয়ের লক্ষে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

৫ জানুয়ারি বুধবার দুপুরে ধুনট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গনে পৌর আওয়ামী লীগ কতৃক আয়োজিত বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মুজিবর রহমান মজনু, সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর ধুনটের মাননীয় সাংসদ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার আরিফ ওপেল,জেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক অধ্যক্ষ সামস-উল আলম জয়, ধুনট উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণত সম্পাদক আব্দুল হাই খোকন।

ধুনট পৌর আওয়ামী লীগের আহ্বায়ক কামরুল হাসান এর সভাপতিত্বে এবং যুগ্ম আহবায়ক রকিবুল হাসান বিদ্যুৎ এর সঞ্চালনে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গোলাম সোবহান, শফিকুল ইসলাম শফি, রেজাউল করিম রেজা, রেজাউল করিম তালুকদার দুলাল,কুদরত-ই খুদা জুয়েল, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ধুনট উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মহসীন আলম যুগ্ম সাধারণ সম্পাদক বাহাদুর আলী, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম খাঁন শরিফ, ভি পি সাইফুল ইসলাম, রবিউল আওয়াল,কোষাধ্যক্ষ আনিসুর রহমান,উপজেলা যুবলীগের সভাপতি ভি পি শেখ মতিউর রহমান, সাধারণ সম্পাদক বনি আমিন মিন্টু,উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হেদায়েতুল ইসলাম গামা,উপজেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া খন্দকার, সাধারণ সম্পাদক আবু সালেহ স্বপন সহ উপজেলা ও পৌর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

সভায় বক্তারা বলেন,ধুনট উপজেলা আওয়ামী লীগ ঐক্যবদ্ধ আন্দোলন সংগ্রামের জন্য বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নিকট হতে পুরষ্কার প্রাপ্ত সংগঠন।ঐক্যবদ্ধ আওয়ামী লীগকে হারানোর শক্তি কারও নেই। আগামী পৌর নির্বাচনে নৌকার বিজয় সুনিশ্চিত করতে ঐক্যের বিকল্প নেই।