ঢাকা | ডিসেম্বর ২৫, ২০২৪ - ১২:৫৭ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

জয়পুরহাটে ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রের মরদেহ উদ্ধার

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Sunday, January 10, 2021 - 4:24 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 50 বার

সুলতান মাহমুদ,জয়পুরহাট প্রতিনিধিঃ ১০ জানুয়ারি, ২১, জয়পুরহাটের পাঁচবিবিতে একটি বাঁশ ঝাড়ে সনাতন বর্মণ (১৩) নামে এক ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১০ জানুয়ারি) সকালে উপজেলার রামচন্দ্রপুর এলাকা থেকে ওই ছাত্রের মরদেহ উদ্ধার করা হয় । পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পলাশ চন্দ্র দেব বিষয়টি নিশ্চিত করেছেন ।

নিহত সনাতন পাঁচবিবি উপজেলার আংড়া গ্রামের নবদ্বীপ চন্দ্র মহন্তর ছেলে। সে বাগজানা উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র।

ওসি পলাশ চন্দ দেব জানান, সনাতন গত রাতে বন্ধুদের সাথে দেখা করার কথা বলে বাড়ি থেকে বের হয়। এরপর সে রাতে আর বাড়ি ফিরে আসেনি। রোবার সকালে রামচন্দ্রপুর এলাকায় বাঁশ ঝাড়ে একটি মরদেহ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল মর্গে পাঠায়। তাকে হত্যা করা হয়েছে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে। কি কারণে এই হত্যার ঘটনা ঘটেছে তদন্তের পর সে বিষয়ে নিশ্চিত হওয়া যাবে বলেও জানান ওসি।