ঢাকা | ডিসেম্বর ২৩, ২০২৪ - ৬:৫৮ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

একদিনের জন্য অধিবেশন কাভারেজের সুযোগ পাচ্ছেন সাংবাদিকরা

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Tuesday, January 12, 2021 - 4:20 pm
  • পঠিত হয়েছে: 78 বার

নবোদয় প্রতিবেদক : আগেরবারের ন্যায় এবারও মাত্র একদিনের জন্য সংসদের শীতকালীন অধিবেশন সশরীরে কাভারেজের সুযোগ পাচ্ছেন সাংবাদিকরা। তবে সবার করোনা নেগেটিভ হতে হবে।

এর আগে, ১৫ জানুয়ারি সংসদের পক্ষ থেকে তাদের কোভিড-১৯ পরীক্ষা করাতে হবে। এ জন্য সংসদের মিডিয়া সেন্টারে সাংবাদিকদের নমুনা নেয়া হবে বলে জানিয়েছেন জনসংযোগ-১ শাখার পরিচালক তারিক মাহমুদ।

তিনি বলেন, সংসদের শীতকালীন ও বছরের প্রথম অধিবেশন শুরুর দিন ১৮ জানুয়ারি রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ভাষণ দেবেন। শুধুমাত্র ওইদিন সাংবাদিকরা সংসদে প্রবেশ করতে পারবেন।

অন্য কার্যদিবসগুলো তাদের সংসদ টেলিভিশন দেখে সংবাদ সংগ্রহরে অনুরোধ জানানো হয়েছে।

সূত্র জানায়, গত ৬ জানুয়ারি একাদশ জাতীয় সংসদের ১১তম অধিবেশন উপলক্ষে বৈঠক হয়। সংসদ ভবন, সদস্য ভবনসমূহ এবং সংসদ এলাকার সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদারকরণ, সংসদ এলাকায় বিদ্যুৎ সরবরাহ, পানি সরবরাহ, লিফট, শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা সচল রাখা, সংসদ এলাকার সৌন্দর্য বৃদ্ধিকরণ, এসআইএস সিস্টেম সক্রিয় রাখাসহ নানা বিষয়ে বৈঠক হয়। ওই বৈঠকে সিদ্ধান্ত হয় এবারও একদিনের জন্য সাংবাদিকরা সশরীরে সংসদ অধিবেশন কাভার করতে পারবেন।

করোনা পরিস্থিতিতে সংসদ অধিবেশন সশরীরে কাভার করার সুযোগ পাচ্ছেন না সাংবাদিকরা। তবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে রাষ্ট্রপতি ভাষণ দিয়েছিলেন। ওই দিন কোভিড-১৯ পরীক্ষার পর একদিনের জন্য সংসদে প্রবেশের সুযোগ পান তারা। তবে অধিবেশন না থাকলে সংসদে সাংবাদিকদের প্রবেশে কোনো বাধা নেই।

উল্লেখ্য, জাতীয় সংসদের শীতকালীন অধিবেশন শুরু হতে যাচ্ছে আগামী ১৮ জানুয়ারি। এদিন বিকেল সাড়ে ৪টায় অধিবেশন বসছে।

এটি চলতি একাদশ জাতীয় সংসদের একাদশ অধিবেশন আর ২০২১ সালের প্রথম অধিবেশন। সংবিধান অনুযায়ী বছরের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরে বক্তব্য দেন।

এজন্য রাষ্ট্রপতির বক্তব্য এরইমধ্যে মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে।