ঢাকা | ডিসেম্বর ২৭, ২০২৪ - ১২:২৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

ফি দিতে অস্বীকার ট্রাম্পের এবার আইনজীবীকেঃ

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Saturday, January 16, 2021 - 1:09 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 59 বার

মোঃ নাসির, নিউ জার্সি (আমেরিকা) প্রতিনিধিঃ এবার ব্যক্তিগত আইনজীবী রুডি গিলিয়ানির সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনকি নিউইয়র্কের সাবেক মেয়রের আইনগত ফি দিতেও অস্বীকার করেছেন তিনি। ওয়াশিংটন পোস্ট ও গার্ডিয়ান এমন খবর দিয়েছে।

প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বপালনের শেষ সময়টিতে বিচ্ছিন্নতা ও হতাশায় ভুগছেন ডোনাল্ড ট্রাম্প।

আদালতের মাধ্যমে নভেম্বরের নির্বাচনের ফল উল্টাতে ব্যর্থ চেষ্টায় মূল ভূমিকা রেখেছেন গিলিয়ানি। জো বাইডেনকে হারিয় দিয়ে নির্বাচনের ফল ট্রাম্পের পক্ষে নিতে এই আইনজীবী প্রচুর মিথ্যা মামলা করেছেন। ট্রাম্পের জয়ী হওয়া দোদুল্যমান রাজ্যগুলোতে গিয়ে ভোটে জালিয়াতির গুজব ছড়িয়েছেন।

ওয়াশিংটনের খবরে বলা হয়, ট্রাম্প ও গিলিয়ানের সম্পর্ক নাটকীয়ভাবে শীতল রূপ নিয়েছে। গিলানিকে বকেয়া ফি না দিতে সহকারীদের নির্দেশ দিয়েছেন ট্রাম্প।

এই আইনজীবী প্রতিদিনের আইনি ফি বাবদ ২০ হাজার ডলার চাইলে তাতে আহত হয়েছেন ট্রাম্প। এমনকি গিলানি কল দিলে তা না ধরতে হোয়াইট হাউসের কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন তিনি।

নব্বইয়ের দশকে গিলানির গণমাধ্যম কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনকারী কেন ফ্রিডম্যান বলেন, অনাকাঙ্ক্ষিত ব্যক্তিদের সঙ্গে কাজ করলে তার ফল অনাকাঙ্ক্ষিতই হবে। কাজেই গিলিয়ানিকেও আইনি ফি ছাড়া থাকতে হবে।