ঢাকা | ডিসেম্বর ২৫, ২০২৪ - ৮:২৭ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

নওগাঁয় আজ সর্বনিম্ন তাপমাত্রা ৬.৫ ডিগ্রী সেলসিয়াস

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Saturday, January 16, 2021 - 12:14 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 78 বার

রহমতুল্লা আশিকু জামান নুর, নওগাঁ জেলা প্রতিনিধি : নওগাঁর সকল উপজেলায় নিমিষে শেষ শৈত্যপ্রবাহ জেলার বদলগাছী উপজেলা তে ৪র্থ বারের মত নেমে আসলো দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৬.৫ ডিগ্রী সেলসিয়াস।

গত বুধবার বদলগাছী আবহাওয়া অফিস সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করে ৭.৮ ডিগ্রী সেলসিয়াস।
শুক্রবার আবারও তাপমাত্রা নেমে এসেছে ৬.৫ ডিগ্রী সেলসিয়াস। গত ৩ দিনের মধ্যে ২ দিন তাপমাত্রা সর্বনিম্ন নেমে আসায় নওগাঁ জেলাসহ আশেপাশের এলাকা গুলোতে শীত তীব্র থেকে তীব্রতর হয়ে দেখা দিয়েছে। দিনের বেলা রোদ থাকলে শীতের তীব্রতা কাটছেনা। তার উপর শৈত্য প্রবাহ প্রবাহিত হওয়ার কারণে কাঁপছে দেশের উত্তরাঞ্চল।

বরেন্দ্র অঞ্চলে প্রায় প্রতিটি এলাকায় বোরো চাষ শুরু হয়েছে। তীব্র শীত উপেক্ষা করে চাষিরা বোরো চাষে ব্যস্ত রয়েছে। বদলগাছী আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক হামিদুর রহমান জানান আরো ২-৩ দিন শীতের তীব্রতা বাড়তে পারে।