ঢাকা | জানুয়ারী ২, ২০২৫ - ১:৪১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

সর্বনিম্ন করোনা রোগী শনাক্ত আজ

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Sunday, January 17, 2021 - 11:12 pm
  • পঠিত হয়েছে: 72 বার

নবোদয় প্রতিবেদক : দেশে গত ২৪ ঘণ্টায় ৫৬৯ জন করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। গত সাড়ে ৮ মাসে এ সংখ্যা সবচেয়ে কম। এর আগে গেল বছরের ২ মে সর্বনিম্ন ৫৫২ জন করোনা রোগী শনাক্ত হয়।

আজ রোববার বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনাবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় শনাক্ত ৫৬৯ জনসহ দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ২৭ হাজার ৬৩২ জনে।

দেশে গেল বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়। করোনা শনাক্তে এ পর্যন্ত মোট ৩৪ লাখ ৫৭ হাজার ৪৫৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে। মোট নমুনা পরীক্ষার হিসাবে করোনা শনাক্তের হার ১৫ দশমিক ২৬ শতাংশ।

এদিকে গত ২৪ ঘণ্টায় ১৯৯টি ল্যাবরেটরিতে ১৩ হাজার ৫৫৩টি নমুনা সংগ্রহ এবং ১৩ হাজার ৪৪৬টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে শনাক্ত হয় ৫৬৯ জন করোনা রোগী। এ সময়ে করোনা আক্রান্তের হার চার দশমিক ২৩ শতাংশ।

উল্ল্যেক, গত বছর ১৮ মার্চ দেশে প্রথম করোনা রোগীর মৃত্যু হয়। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে মারা গেছেন আরও ২৩ জন। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল সাত হাজার ৯০৬ জনে। করোনায় মোট মৃত ৭ হাজার ৯০৬ জনের মধ্যে পুরুষ পাঁচ হাজার ৯৯২ জন (৭৫ দশমিক ৭৯ শতাংশ) ও নারী এক হাজার ৯১৪ জন (২৪ দশমিক শূন্য ২১ শতাংশ)।

মৃতদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ২৪ ঘণ্টায় মৃত ২৩ জনের চল্লিশোর্ধ্ব একজন, পঞ্চাশোর্ধ্ব ছয়জন এবং ষাটোর্ধ্ব ১৬ জন রয়েছেন। বিভাগীয় হিসেবে মৃতদের মধ্যে ঢাকায় ১৬ জন, ময়মনসিংহে দুজন এবং চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সিলেট, রংপুর বিভাগে একজন করে মোট পাঁচজন রয়েছেন।

এদিকে, রাজধানীসহ দেশের বিভিন্ন হাসপাতাল ও বাড়িতে উপসর্গবিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৬৮১ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৪ লাখ ৭২ হাজার ৪৩৭ জন।