ঢাকা | ডিসেম্বর ২৬, ২০২৪ - ৭:৪৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

ময়মনসিংহে উপজেলা চেয়ারম্যান এসোসিয়েনের সংশোধনী আইন কার্যকরের দাবীতে মতবিনিময়

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Sunday, January 17, 2021 - 6:02 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 77 বার

আরিফ রববানী,ময়মনসিংহ ঃঃ উপজেলা পরিষদ এসোসিয়েশনের সংশোধনী আইন-২০১১ বাস্তবায়ন এবং কার্যকর করার দাবীতে উপজেলা চেয়ারম্যান এসোসিয়েন ময়মনসিংহ জেলা কমিটির আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

১৭ই জানুয়ারী সোমবার সকালে ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে সাংবিধানিক নির্দেশনা ও আইন অনুযায়ী প্রতিষ্ঠিত প্রশাসনিক একাংশ নির্বাচিত উপজেলা পরিষদ কর্তৃত্বহীন প্রজাতন্ত্রের মালিক জনগণ তৃণমূলে জবাবদিহি শাসন বিঘ্নিত সংক্রান্ত বিষয়ে ময়মনসিংহ জেলার উপজেলা পরিষদ চেয়ারম্যান এসোসিয়েশন আয়োজিত জন প্রতিনিধি সাংবাদিক ও বিশিষ্ট জনদের সাথে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময়ে উপজেলা পরিষদ চেয়ারম্যান এসোসিয়েশনের ময়মনসিংহ বিভাগের সভাপতি ও ময়মনসিংহ সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আশরাফ হোসাইনের উপস্থিতে হালুয়াঘাট উপজেলা পরিষদ চেয়ারম্যান মাহমুদুল হক সায়েম সাংবাদিকদের সামনে লিখিত বক্তব্য পাঠ করেন। এ সময় উপজেলা পরিষদ এসোসিয়েশন ময়মনসিংহ জেলা শাখাট সাধারন সম্পাদক মোফাজ্জল হোসেন খান সহ ভালুকা উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম, ফুলপুর উপজেলা চেয়ারম্যান আতাউল করিম খোকন, তারাকান্দা উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট ফজলুল হক, ফুলবাড়িয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, ঈশ্বরগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মাহমুদ হাসান সুমন, গৌরীপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোফাজ্জল হোসেন, নান্দাইল উপজেলা পরিষদ চেয়ারম্যান হাসান মাহমুদ জুয়েল, ধোবাউড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান চিচিম ডেভিট রানা এবং উপজেলার ভাইস চেয়ারম্যান গনও উপস্থিত ছিলেন।

মতবিনিময়ে বক্তাগন বক্তব্য রাখতে গিয়ে বলেন উপজেলা চেয়ারম্যানদের কোন কাজ নেই, সংবিধান অনুযায়ী উপজেলা চেয়ারম্যানদেরকে সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। এতে জনগনের অধিকার হনন করা হচ্ছে। সকল উপজেলায় চেয়ারম্যানদেরকে না জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সবকিছু কাজ নিজেই করেন। সরকার প্রতিটি চেয়ারম্যানের পিছনে মাসিক প্রায় আড়াই লাখ টাকা খরচ করছেন । তারা বলেন আমরা শুধু শুধু জনগনের টাকা কোন কাজ ছাড়া কেন খরচ করবো । হয় উপজেলা বিলুপ্তি করা হোক না হলে ২০১১ সালের আইন বাস্তবায়ন করা হোক। সকল চেয়ারম্যানগন সংবিধানের আইন কার্যকরের জন্য জোরালোভাবে দাবী জানান।