ঢাকা | ডিসেম্বর ২৭, ২০২৪ - ৯:১৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

ময়মনসিংহ সদরের ঘাগড়া ইউনিয়নের বিভিন্ন প্রকল্প পরিদর্শন করলেন ইউএনও

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Sunday, January 17, 2021 - 6:41 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 240 বার

আরিফ রববানী,ময়মনসিংহ ঃ  স্বচ্ছ ও দুর্ণীতিমুক্ত জনপ্রশাসনকে জনগণের দোরগোড়ায় পৌছে দিতে দিনরাত কাজ করে যাচ্ছেন। উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম। তারই ধারাবাহিকতায় তিনি ১৭ই জানুয়ারি রবিবার সকালে ময়মনসিংহ সদরের ১১নং ঘাগড়া ইউনিয়নের জন্য বরাদ্ধকৃত এলজিএসপি ও কাবিখাসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজ সঠিক বাস্তবায়ন নিশ্চিত করণে উন্নয়ন প্রকল্পগুলো পরিদর্শন করেছেন।

উপজেলা নির্বাহী অফিসার ইউনিয়নের জন্য বরাদ্ধকৃত বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড গুলো পরিদর্শনসহ ময়মনসিংহ জেলার সম্মানিত জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমানের এর নির্দেশনায় ইউনিয়নের বিভিন্নস্থানে জলাবদ্ধতা নিরসনে খাল দখলমুক্ত ও পানি নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণ করারও ইউপি চেয়ারম্যান শাহজাহান সরকার সাজু কে পরামর্শ দেন উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম।

এসময় তিনি ইউনিয়নের বিভিন্ন উন্নয়নমোলক কাজ সরেজমিনে প্রত্যক্ষ করেন এবং জলাবদ্ধতা নিরসনে খাল দখলমুক্ত ও পানি নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণ করার জন্য সরেজমিনে পরিদর্শন করে দ্রুতই এসমস্যা সমাধানের আশ্বাস প্রদান করেন।

উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম-ইউনিয়নের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড পরিদর্শন করে স্বচ্ছতার সহিত প্রকল্পের কাজ সম্পন্ন করে স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত জনপ্রশাসন কে জনকল্যাণে পৌঁছে দিতে সংশ্লিষ্ট প্রকল্প কমিটির নেতৃবৃন্দকে আহবান জানান।

পরিদর্শনকালে তার সাথে উপজেলা ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা (পিআইও) মনিরুল হক ফারুক রেজা,১১ নং ঘাগড়া ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান আলহাজ্ব মোঃ শাহজাহান সরকার (সাজু) ও যত্ন প্রকল্পের দায়িত্বে থাকা প্রকল্প কমিটির নেতৃবৃন্দ ও ইউপি সচিব, ইউপি সদস্য ও সদস্যারাসহ গন্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।