রাজশাহী নওহাটা পৌরসভায় মেয়র পদে ৪ জন প্রার্থীর মনোননয়পত্র দাখিল
লিয়াকত রাজশাহী ব্যুরোঃ বাংলাদেশ নির্বাচন কমিশন ঘোষিত চতুর্থ দফায় রাজশাহীর পবা উপজেলার নওহাটা পৌরসভার ১৪ ফেব্রুয়ারী ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। রোববার (১৭ জানুয়ারী) প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন সকাল ১০ টা হতে বিকেল ৫ টা পর্যন্ত প্রার্থীরা মনোনয়ন পত্র দাখিল করেছেন। পবা উপজেলা নির্বাচন কর্মকর্তা শহিদুল ইসলাম প্রামানিক বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, নওহাটা পৌরসভায় মেয়র পদে চারজন, সংরক্ষিত নারী আসনে ১৮ জন এবং সাধারণ কাউন্সিলর পদে ৫৩ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।
নওহাটা পৌরসভার বিভিন্ন রাজনৈতিক দলের ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে মেয়র পদে মোট ৪ জন প্রার্থী মনোননয়পত্র দাখিল করেছেন। প্রার্থীরা হলেন, আওয়ামী লীগ মনোনীত হাফিজুর রহমান হাফিজ, বিএনপি মনোনীত বর্তমান মেয়র আলহাজ্ব শেখ মো. মকুবল হোসেন এবং স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগের বিদ্রোহী আব্দুল বারী খান ও বিএনপি বিদ্রোহী মামুনুর সরকার জেড।
এদিকে আওয়ামী লীগ মনোনীত হাফিজুর রহমান হাফিজের মনোনয়নপত্র জমাদানকালে উপস্থিত ছিলেন জেলা যুবলীগ সভাপতি আবু সালেহ, সাধারণ সম্পাদক আলী আজম সেন্টু, নওহাটা পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক তফিকুল ইসলাম, নওহাটা পৌর যুবলীগ সাধারণ সম্পাদক আজিজুল হক প্রমুখ।
অপরদিকে বিএনপি মনোনীত মকবুল হোসেনের মনোনয়নপত্র জমাদানকালে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শফিকুল হক মিলন, রাজশাহী জেলা বিএনপি’র সদস্য সচিব অধ্যাপক বিশ্বনাথ সরকার, জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য গোলাম মোস্তফা মামুন, নওহাটা পৌর বিএনপি’র সদস্য সচিব রফিকুল ইসলাম রফিক, পৌর কাউন্সিলর সাইদুর রহমান, নজির উদ্দীন ও সাজ্জাদ হোসেন, পৌর সাবেক কাউন্সিলর আফজাল হোসেন প্রমুখ।
উল্লেখ্য যে, রাজশাহী জেলার সর্ববৃহৎ এই প্রথম শ্রেণীর পৌরসভার আয়তন ৪৬ দশমিক ১০ বর্গকিলোমিটার। নারী- ২১,৬২০ জন ও পুরুষ- ২২,২১৩ জন মোট ভোটার সংখ্যা ৪৩,৮৩৩ জন।
নওহাটা পৌরসভার মোট সাধারণ ওয়ার্ডের সংখ্যা ০৯ টি, মোট সংরক্ষিত ওয়ার্ডের সংখ্যা ০৩, মোট ভোট কেন্দ্রের সংখ্যা ১৯ টি, মোট ভোট কক্ষের সংখ্যা ১২৪ টি। এছাড়াও মোট ভোটার এলাকার সংখ্যা ৫২ টি।