ঢাকা | জানুয়ারী ১০, ২০২৫ - ২:১০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

ময়মনসিংহের চরপাড়ায় জাপানি গাড়ির শো রুম উদ্বোধন করলেন মেয়র টিটু 

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Sunday, January 17, 2021 - 10:23 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 71 বার

স্টাফ রিপোর্টার: ময়মনসিংহে জাপানি রিকন্ডিশন ও নতুন গাড়ি বিক্রয় প্রতিষ্ঠান উদ্বোধন করা হয়েছে। রবিবার সন্ধ্যায় ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামূল হক টিটু আনুষ্ঠানিকভাবে এই গাড়ি বিক্রয় প্রতিষ্ঠান শো-রুম উদ্বোধন করেন।

এ সময় মহানগর কৃষক লীগের সভাপতি এবি সিদ্দিক, জেলা জাতীয় পার্টির দপ্তর সম্পাদক ওয়াহিদুজ্জামান আরজু, জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি শিবলী সাদিক খান, ওয়ার্ড কাউন্সিলর ফারুক হাসান, শফিকুল ইসলাম, মোঃ কামাল খান, নিয়াজ মুর্শেদ, মনোয়ার হোসেন বিপ্লবসহ গণ্যমান্য লোকজন উপস্থিত ছিলেন। আমাদানী কারক ও বিক্রয় প্রতিষ্টানের মালিক এস এম হাসান জামান, সজিব আহমেদ রুবেল ও শামসুজ্জামান কিরন সহ অন্যান্যরা সাথে ছিলেন। আমদানী কারক ও বিক্রয় প্রতিষ্ঠানের মালিকদের মধ্যে এস এম হাসান জামান বলেন, জাপানের যাবতীয় রিকন্ডিশন ও ব্রেন্ড নিউ গাড়ি আমদানী এবং বিক্রয় করা হচ্ছে।

টয়োটা ব্রান্ডের এক্সিও, এলিয়ন, প্রিসিও মাইক্রোবাস, হায়েস, এম্বুলেন্স সহ বিশ্বের অন্যান্য ব্রান্ড, হোন্ডা, সানি, হোন্ডাই ব্রান্ডের গাড়ির বুকিং নেয়া হচ্ছে। তিনি আরো বলেন, নগদে এবং ব্যাংক লোনের মাধ্যমে গাড়ি বিক্রয় করা হবে। এর আগে চরপাড়া মোড় সংলগ্ন ৬৮ নং বাঘমারা রোড, চরপাড়া জাকঝমক পূর্ণ পরিবেশে সিটি মেয়র ইকরামূল হক টিটু ফিতা ও কেক কেটে গাড়ি বিক্রয়ের শো-রুম উদ্বোধন করেন।