ঢাকা | ডিসেম্বর ২৫, ২০২৪ - ১:১২ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

কবিতা “আমার প্রেমিকার মতো”

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Monday, January 18, 2021 - 1:07 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 65 বার

শরীফ শামিল

সময় এক প্রাচিনবৃক্ষ-,, অনেক পাতা ঝরিয়েছে সে; আমি পারিনি কুুড়োতে একটি পাতাও-।
সে কথা দিয়েছিল অদ্ভুত এক বাদ্য শোনাবে—সময় একটি বিরাট ঢাক—মানুষই বাজায় তাকে বিভিন্ন তালে।(সময় কথা রাখেনি নাকি আমিই বুঝতে পারিনি) —আমার স্বপন, জাগরণ -শ য় ন কে ব্যর্থ করে দিয়ে- নিষ্ঠুরতার পরিচয়-দিয়েছে সে—আমার প্রেমিকার মতো।