সাপাহারে মৌসুমী’র উদ্যোগে অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ
সোহেল চৌধুরী রানা, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহারে এনজিও প্রতিষ্ঠান মৌসুমী’র উদ্যোগে অসহায় শীতার্থ ছিন্নমুল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরন করা হয়েছে।
সোমবার দুপুর ২ টায় উপজেলার শাখা কার্যালয়ে ব্যবস্থাপক আবুল হাসান মন্ডলের সভাপতিত্বে ৩০ জন অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনজিওর সিনিয়র অগ্রসর কর্মকর্তা অখিল চাঁন-জু জারি ও সঞ্জিত কুমার বর্মন, এনজিও ফোরাম এর সভাপতি পাল্লি, এনজিও অফিসার বিপ্লব কুমার প্রেসক্লাব সভাপতি সাংবাদিক জাহাঙ্গীর আলম মানিক, সাংবাদিক ছাদেক উদ্দিন, হাফিজুল হক, উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের দুলাল চন্দ্র সহ গণ্যমাণ্য ব্যক্তিবর্গগণ উপস্থিত ছিলেন।