ঢাকা | জানুয়ারী ১, ২০২৫ - ৯:৫৮ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

জেলা আ’লীগ নেতা অনুর রোগমুক্তি কামনায় সদরের বিভিন্ন মসজিদ-মাদ্রাসায় দোয়া মাহফিল

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Monday, January 18, 2021 - 5:52 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 75 বার

আরিফ রববানী, ময়মনসিংহ : ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ শরীফ হাসান অনু ‘কোভিড -১৯’ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে নিজ বাস ভবনে হোমকোয়ারাইন্টানে রয়েছেন তার আশুরোগ মুক্তি কামনায় ময়মনসিংহ সদর উপজেলার বিভিন্ন স্থানে আওয়ামীলীগ সাবেক ছাত্রনেতাদের উদ্দ্যোগে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

দোয়া মাহফিলে জনপ্রিয় নেতা শরীফ হাসান অনুর সুস্থতা কামনায় সকল পর্যায়ের মুসুল্লী ও দলীয় নেতা-কর্মী সমর্থকরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহন করেন। দোয়া মাহফিলের অংশ হিসাবে জেলা ছাত্রলীগের সাবেক নেতা কাজি হাতেম আলীর আয়োজনে ময়মনসিংহ সদর ৪ নং পরাণগঞ্জ ইউনিয়নের রামপুর নূরানী ও হাফিজিয়া মাদ্রাসায় দোয়া মাহফিল, বাদ জোহর বাদ আসর বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদ,(বা কৃ বি) এলাকার কৃস্টপুর, বাগমারা, নওমহল, জামতলা, তালতলা, মাসকান্দা এবং সোমবার বিকালে শরীফ হাসান অনুর নিজ ইউনিয়ন ভাংনামারী ইউনিয়ন আওয়ামিলীগ ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীদের যৌথ আয়োজনে দোয়া মাহফিলের আয়োজন সহ বিভিন্ন স্থানে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

এছাড়াও কুল্লাতলী দারুল উলুম নূরানী হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ শরীফ হাসান অণুর সুস্থতা ও রোগমুক্তি কামনায় ইঞ্জিঃ নূর এলাহী (হিরামন) এর দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দোয়া মাহফিলে উপস্থিত থেকে স্থানীয় গণ্যমান্য ও আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ সহ সাধারন জনগণ অংশ গ্রহণ করে জনবান্ধব সাবেক ছাত্রনেতা শরীফি হাসান অনুর দ্রুত সুস্থতার মহান আল্লাহ তায়ালার কাছে প্রার্থনা করেন।