ঢাকা | ডিসেম্বর ২৭, ২০২৪ - ৭:৫৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

ট্রাম্প শেষ কর্মদিবসে ১০০ জনকে ক্ষমা করছেন

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Tuesday, January 19, 2021 - 2:40 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 62 বার

মোঃ নাসির, নিউ জার্সি (আমেরিকা) প্রতিনিধিঃ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শেষ কর্মদিবসে সাধারণ ক্ষমার আদেশে স্বাক্ষর করার প্রস্তুতি নিচ্ছেন। ট্রাম্প ক্ষমতা ছাড়ার আগে অন্তত ১০০ জনকে ক্ষমা করতে যাচ্ছেন বলে হোয়াইট হাউজের তিন কর্মকর্তার বরাতে সংবাদ প্রকাশিত হয়েছে দেশটির গণমাধ্যমে।

১৯শে জানুয়ারি মঙ্গলবার প্রেসিডেন্ট ট্রাম্পের শেষ পূর্ণ কর্মদিবস। যদিও ২০শে জানুয়ারি দুপরে নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণের পূর্ব পর্যন্ত তিনি সাধারণ ক্ষমাপত্রে স্বাক্ষর করতে পারবেন। ১৭ জানুয়ারি রোববার হোয়াইট হাউসের এক বিশেষ সভায় প্রেসিডেন্টের সাধারণ ক্ষমা পাওয়ার জন্য তালিকা চূড়ান্ত করা হচ্ছিলো বলে প্রকাশিত সংবাদে জানা গেছে।

সূত্রমতে, আর্থিক কেলেঙ্কারির মামলায় দণ্ডপ্রাপ্ত, সাবেক সরকারি কর্মকর্তারা এ তালিকায় রয়েছেন। তবে ট্রাম্প তার সন্তান, ব্যক্তিগত আইনজীবি রুডি জুলিয়ানি এবং নিজেকে এখনই ক্ষমা করতে পারছেন না। অভিশংসন প্রক্রিয়া চলমান থাকায় তা করতে পারবেন না।

এছাড়া আলোচিত জুলিয়ান অ্যাসাঞ্জ এবং ট্রাম্পের সাবেক উপদেষ্টা স্টিভ ব্যানন এই তালিকায় থাকছেন কিনা তা নিশ্চিত নয়।

অন্যদিকে, অনেকেই ৬ জানুয়ারি ক্যাপিটল হিলে সহিংসতায় জড়িতদের ক্ষমা করার পরামর্শ দিলেও, ট্রাম্প তা নিচ্ছেন না।

উল্লেখ্য, ৩রা নভেম্বর নির্বাচনে হেরে যাওয়ার পর থেকেই ডনাল্ড ট্রাম্প তার নিজস্ব লোকজনকে সাধারণ ক্ষমা ঘোষণা করতে থাকেন।

ট্রাম্পের হাতে আর বেশি সময় নেই। তার পরিবারের লোকজন, রাজনৈতিক সহযোগীসহ অনেককেই আগাম সাধারণ ক্ষমা বা বিচার থেকে মুক্তি দেয়ার নির্দেশনা তিনি স্বাক্ষর কবেন বলে মনে করা হচ্ছে। তবে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সর্বশেষ সাধারণ ক্ষমার তালিকায় কাদের নাম থাকছে, তা জানা যায়নি। ট্রাম্প তার নিজের জন্য ক্ষমাপত্রেও স্বাক্ষর করতে পারেন। যদিও মার্কিন সংবিধানে বিষয়টি স্পষ্ট নয়। এর আগে ট্রাম্প নিজে বলেছিলেন, তিনি নিজের ক্ষমাপত্রে স্বাক্ষর করার ক্ষমতা রাখেন।