ঢাকা | ডিসেম্বর ২৬, ২০২৪ - ৬:৪৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

মির্জাপুরে ব্রীজ থেকে লাফ দিয়ে ট্রাকচালক মৃত্যুর ঘটনায় ২৫ দিন পর ৩ ডাকাত গ্রেফতার

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Tuesday, January 19, 2021 - 5:18 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 99 বার

মোঃ রুবেল মিয়া, স্টাফ রিপোর্টারঃ টাঙ্গাইলের মির্জাপুরে ডাকাতের কবলে পড়ে ব্রীজ থেকে লাফ দিয়ে ট্রাকচালক মৃত্যুর ঘটনায় ২৫ দিন পর ৩ জনকে গ্রেফতার করেছে মির্জাপুর থানা পুলিশ। সোমবার সন্ধ্যায় উপজেলা সদরের বাইমহাটি নামক এলাকা থেকে তাঁদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, মির্জাপুর উপজেলা সদরের ২নং ওয়ার্ডের বাইমহাটি গ্রামের মো.সজিব মিয়া (৩২) একই গ্রামের সাকিল মোল্লা (৩০) এবং পোষ্টকামুরী গ্রামের দক্ষিণপাড়া এলাকার মো.আজিজুল মিয়া (৩০)। পুলিশ গত ২৩ ডিসেম্বর সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে মির্জাপুরের পোষ্টকামুরী চরপাড়া এলাকা থেকে মজিবর রহমান (৫০) ট্রাকচালকের মরদেহ উদ্ধার করে। তাঁর বাড়ি ঢাকার সাভার উপজেলার বলিয়ারপুর কুন্ডা গ্রামে।

পুলিশ জানায়, গত ২২ ডিসেম্বর বিকেলে ট্রাক চালক মজিবর রহমান দিনাজপুরের মধ্যপাড়া এলাকা থেকে পাথর বোঝাই ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৬-৭৫২৫) নিয়ে ঢাকা-আরিচা সড়কের বারবাইরার দিকে রওনা হন। রাত তিনটায় ট্রাকটি মির্জাপুরের পোষ্টকামুরী চরপাড়া এলাকায় পৌঁছায়। এ সময় সামনে যানযট থাকায় তাঁদের ট্রাকটি খুবই ধীরগতিতে চলছিল। একটু সামনে এগিয়ে পোষ্টকামুরী সেতুর কাছে গেলে তাঁরা অস্ত্রধারী ডাকাত দলের কবলে পড়েন।

ডাকাতরা পুলিশকে জানায়, রাস্তায় একটি মুঠোফোন ফেলে ডাকাতির ফাঁদ করেন তাঁরা। ওই মুঠোফোনটি দেখে চালক ট্রাক থামান। চালকের সহকারী রংপুরের মিঠাপুকুর উপজেলার বধরুককালাই গ্রামের সাকী মিয়ার ছেলে হাসান (২০) মুঠোফোনটি কুড়িয়ে আনতে গেলে গ্রেফতারকৃতরা তাঁকে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে। এ সময় তাঁরা চালকের কাছে যান। তাঁরা তাকে মারধোর করে তাঁর কাছে থাকা জিনিসপত্র ছিনিয়ে নেয়ার চেষ্টা করেন। ভয়ে ট্রাক চালক তাঁর আসন থেকে লাফিয়ে দৌড় দিলে সেতুর নীচে পড়ে প্রাণ হারান।

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রিজাউল হাসান শেখ দিপু বলেন, গ্রেফতারকৃত ডাকাত দলের সদস্যদের নামে থানায় আর একাধিক মামলা রয়েছে। টাঙ্গাইলের আদালতের মাধ্যমে তাদের কে জেল হাজতে পাঠানো হয়েছে।