মাদক ও সাইবার অপরাধ মুক্ত রাখতে খেলাধুলার বিকল্প নেই। ভাবখালীতে শাহানশাহ
ষ্টাফ রিপোর্টারঃ ময়মনসিংহ ত্রিশাল উপজেলার বইলর ইউনিয়নের তরুণ রাজনীতিবিদ, সমাজ সেবক,ব্যবসায়ী ও জনবান্ধব আওয়ামী লীগ নেতা খন্দকার মশিহুর রহমান শাহানশাহ বলেছেন-মাদক,সন্ত্রাস,জঙ্গিবাদমুক্ত আধুনিক সমাজ বিনির্মানে খেলাধুলার বিকল্প নেই, তিনি বলেন-করোনা পরিস্থিতিতে দেশের স্কুল কলেজগুলো বন্ধ থাকায় বর্তমান প্রজন্মদেরকে দিনভর বাড়ী ও নিজ এলাকায় অবস্থান করতে হচ্ছে,বন্ধু বান্ধবের সাথে আড্ডায় এই সুযোগে যেন কোন শিক্ষার্থী ও যুবকরা মাদক বা যে কোন অপরাধের সাথে জড়িত হওয়ার সুযোগ না পায় সে জন্য তাদেরকে খেলাধুলা ও বিনোদনমোলক কর্মকাণ্ডে আগ্রহী করে তুলতেও অভিভাবকদের প্রতি তিনি আহবান জানান।
১৮ই জানুয়ারী রাতে ময়মনসিংহ সদর উপজেলার ভাবখালী ইউনিয়নের ভাবখালী পুরাতন বাজারের পাশ্ববর্তী এলাকায় নাইম,রোহান,শিহাব,
জনি,মারুফ,আল আমিন,শাকিব,রতন,রকিব রনি,রবিনসহ স্থানীয় যুবকদের উদ্যোগে আয়োজিত নাইট প্রীতি ফুটবল ম্যাচ ফাইনাল খেলার উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্যে স্থানীয় যুবক ও অভিভাবকদের উদ্দেশ্যে এসব কথা বলেন।
এসময় তিনি বলেন, বর্তমান প্রজন্ম চ্যালেঞ্জের মধ্যে দিয়ে গড়ে উঠছে। মাদক, সাইবার অপরাধ থেকে মুক্তি পেতে এই করোনা পরিস্থিতিতে খেলাধুলার বিকল্প নেই। পাশাপাশি সবাইকে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সরকারের নির্দেশনা মোতাবেক স্বাস্থ্যবিধি মেনে চলারও আহবান জানান আওয়ামী লীগ নেতা খন্দকার মশিহুর রহমান শাহানশাহ। তিনি বলেন-দেশে করোনার প্রাদুর্ভাব মোকাবেলায় আমাদের সকলকে সচেতন হতে হবে। এটি একটি মারাত্মক মহামারী ভাইরাস। এই ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সকলকে নিজ-নিজ দায়িত্বে সতর্কতা অবলম্বন করে কাজ করতে করতে হবে। খেলার উদ্ভোধনী বক্তব্যে- মাদক থেকে সকলকে দূরে থাকার আহবান জানান ভাবখালী ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান রমজান আলী। এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সদস্য সাংবাদিক আরিফ রববানী,পল্লীবন্ধু পরিষদ সদর উপজেলা শাখার যুগ্ম আহবায়ক দুলাল উদ্দিন দুলু,ব্যবসায়ী তফাজ্জল হোসেন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা। পরে বিজয়ী দলের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দরা।