ঢাকা | ডিসেম্বর ২৪, ২০২৪ - ৫:৪৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

আলোর সন্ধানের উদ্যােগে অসহায়, দরিদ্র ও ছিন্নমূল শীতার্তদের মাঝে কম্বল-মাস্ক বিতরণ

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Tuesday, January 19, 2021 - 11:15 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 98 বার

নিজস্ব প্রতিবেদক ঃঃ স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থা আলোর সন্ধানের উদ্যােগে অসহায় শীতার্তদের মাঝে কম্বল ও মাস্ক বিতরণ করা হয়েছে। আজ মঙ্গলবার (১৯ জানুয়ারি) বিকেল ৩ টায় রমনা এলাকায় সংগঠনটির পক্ষ থেকে শীতবস্ত্র ও মাস্ক বিতরণ করা হয়।

শীতবস্ত্র বিতরণের সময় উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা রমনা জোনের সহকারী পুলিশ কমিশনার এসএম শামীম, সংগঠনের সিনিয়র উপদেষ্টা ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার পিওএম-পূর্ব (ডিএমপি) মোঃ আফসার উদ্দিন খাঁন, আলোর সন্ধানের সভাপতি মাহমুদা সুলতানা, সাধারণ সম্পাদক গাজী মুরসালিন, সহ সাধারণ সম্পাদক চৌধুরী আসিফ জামান, কোষাধ্যক্ষ কাজী জাহিদুল হাসান রাজন এবং সাংবাদিক ও আলোর সন্ধানের সদস্য মোল্লা আনিসুর রহমান।

এ বিষয়ে রমনা জোনের সহকারী পুলিশ কমিশনার ও সংগঠনটির প্রধান উপদেষ্টা এসএম শামীম বলেন, ২০১০ সাল থেকেই আলোর সন্ধান অসহায়, দরিদ্র ও ছিন্নমূল মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। সামনের দিনগুলোতে এই সংগঠনটি মানুষের কল্যাণে আরো ভালো কাজ করতে পারে সেজন্য সকলের দোয়া প্রত্যাশী।

সামাজিক কল্যাণের উদ্দেশ্য নিয়ে ২০১০ সালে প্রতিষ্ঠিত ‘আলোর সন্ধান’ সংগঠনটি বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী কাজ করে যাচ্ছে।