ঢাকা | ডিসেম্বর ২৪, ২০২৪ - ৫:০৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

ত্রিশালে স্বতন্ত্র প্রার্থী বর্তমান মেয়র আনিছের পক্ষে ৬নং ওয়ার্ডে বিশাল জনসভা

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, January 20, 2021 - 10:24 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 98 বার

আরিফ রববানী, ময়মনসিংহ : আগামী ১৪ ফেব্রুয়ারী নির্বাচনকে সামনে রেখে ময়মনসিংহের ত্রিশালে আসন্ন পৌর নির্বাচনে মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী ও বর্তমান মেয়র আলহাজ্ব এবিএম আনিসুজ্জামান আনিছের সমর্থনে বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়।

পৌরসভার ৬নং ওয়ার্ডের সাউদিয়া ফিলিং ষ্টেশন এলাকায় আয়োজিত বিশাল আলোচনা সভায় পৌরসভার দু’বারের নির্বাচিত সফল মেয়র আনিছকে তৃতীয় বারের মত স্বতন্ত্র মেয়র পদে আবারো নির্বাচিত করার ঐক্যমত পোষণ করে জনসভায় হাজার হাজার নারী-পুরুষ সমাবেত হয়। স্থানীয় আব্দুল খালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে চলমান উন্নয়নকে এগিয়ে নেওয়ার মাধ্যমে পৌরসভার প্রতিটি ওয়ার্ডকে উন্নয়নের রুল মডেল হিসাবে গড়তে তৃতীয় মেয়াদে আবারো স্বতন্ত্র প্রার্থী হিসাবে বিজয়ের ধারা অব্যাহত রাখতে পৌরবাসীর প্রতি অনুরোধ জানান মেয়র আলহাজ্ব এবিএম আনিছুজ্জামান।

এসময় ওয়ার্ডের গণ্যমান্য ব্যাক্তি ও সকল শ্রেণী-পেশার মানুষ তাদের অবস্থান থেকে বক্তব্য রাখতে গিয়ে বলেন, আপনারা যারা প্রার্থী হয়েছেন তাদের সবাইকে আমরা সম্মান করি কেউ আমাদের সরলতার সুযোগ নিবেন না। আপনাদের যোগ্যতার প্রমান করবেন একটি সুন্দর নির্বাচনের মধ্যদিয়ে। জনগন তাদের যোগ্য নেতাকে ভোটের মাধ্যমে বেঁচে নিবেন। এখানে জনগনের অধিকার হরণ করে কেউ যদি ভোট লুটের চিন্তা করেন তাহলে আমাদের জীবন থাকতে করতে দিবো না। নির্বাচনের ফলাফল না নিয়ে কেউ কেন্দ্র ছাড়বোনা।

এ সময় উপস্থিত জনতা তাদের অধিকার রক্ষায় একাকত্বা ঘোষণা করে বলেন, আমরা জীবন দিবো তবুও আমার ভোট আমি দিবো ভোট লুট হতে দিবো না। পরে প্রধান অতিথি মেয়র আনিছ তার বক্তব্যে ত্রিশাল পৌরসভার উন্নয়নের স্বার্থে আবারো সকলের কাছে দোয়া ও সহযোগীতা কামনা করেন। এর আগে একই ওয়ার্ডের নওধার নজর আলী ফরাজী বাড়িতেও মেয়র আনিছের পক্ষে নির্বাচনী মতবিনিময় করা হলে সেখানেও ত্রিশালের উন্নয়নের নায়ক, সফল মেয়র আলহাজ্ব এ বি এম আনিছুজ্জামান আনিছের বিজয় নিশ্চিত করতে গণ কুয়াশা ও শাতের ঠান্ডা উপেক্ষা করে হাজার হাজার নারী-পুরুষ সমাবেত হয়।