ঢাকা | ডিসেম্বর ২৭, ২০২৪ - ১:২১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

প্রধান বিচারপতি জন জি রবার্টস বাইডেনকে শপথ পড়াবেন

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, January 20, 2021 - 11:06 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 79 বার

মোঃ নাসির, নিউ জার্সি (আমেরিকা) প্রতিনিধিঃ যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে কিছুক্ষণের মধ্যেই শপথ নেবেন জো বাইডেন। জো বাইডেনকে শপথ পড়াবেন প্রধান বিচারপতি জন জি রবার্টস।

ইতিমধ্যে শপথ নিতে ক্যাপিটলে এসে পৌঁছেছেন জো বাইডেন ও ফার্স্ট লেডি জিল বাইডেন।

কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে স্থানীয় সময় বুধবার দুপুরে দেশটির ক্যাপিটল হাউসের সামনে ঐতিহাসিক গেটাসবার্গে শপথ গ্রহণ করবেন তিনি। এরপরে জাতির উদ্দেশে বিশ মিনিটের ভাষণ দেবেন নতুন প্রেসিডেন্ট জো বাইডেন।

করোনা মহামারিসহ পূর্বসূরির রেখে যাওয়া নানান সমস্যায় ধুকতে থাকা যুক্তরাষ্ট্রকে নতুন করে গড়ে তোলার প্রতিশ্রুতিকে সামনে রেখে দেশটির ৫৯তম প্রেসিডেন্সিয়াল শপথ অনুষ্ঠানে শপথ নেবেন তারা।

তবে দেশটির প্রায় শতবছরের ইতিহাসে ঐতিহ্য ভেঙে নতুন প্রেসিডেন্ট জো বাইডেন ও ফার্স্ট লেডি জিল বাইডেনকে হোয়াইট হাউসের অভ্যর্থনা অনুষ্ঠানে থাকছেন না বিদায়ী প্রেসিডেন্ট ট্রাম্প। অবশ্য শপথ অনুষ্ঠানে যোগ দিতে ইতিমধ্যেই এসেছেন সাবেক প্রেসিডেন্ট ওবামা ও সাবেক ফার্স্ট লেডি মিশেল ওবামা।

অন্যদিকে ট্রাম্পের বিদায়কালীন সংবর্ধনা অনুষ্ঠানে তার ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স না থাকলেও নতুন প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন মাইক পেন্স। উপস্থিত হয়েছেন মার্কিন স্পিকার ন্যান্সি প্যালোসি।