মেয়ে ইভাঙ্কার চোখে জল বাবার বিদায়ী ভাষণে
মোঃ নাসির, নিউ জার্সি (আমেরিকা) প্রতিনিধিঃ মার্কিন বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিদায়ী ভাষণ দেখে কেঁদেছেন তার কন্যা ইভাঙ্কা ট্রাম্প। মার্কিন স্থানীয় সময় মঙ্গলবার ক্ষমতা ছাড়ার আগে শেষ ভাষণ দেন ট্রাম্প। জানা গেছে, ঐ ভাষণ দেখেই কেঁদেছেন ট্রাম্প কন্যা ইভাঙ্কা।
যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়, ভাষণের সময় ট্রাম্পের প্রথম কন্যা ইভাঙ্কা তার অন্যান্য ভাই-বোনদের সঙ্গে ছিলেন। যখন ট্রাম্প বিদায়ী ভাষণ দিচ্ছিলেন তখন তারা একজন আরেকজনকে জড়িয়ে ধরে ছিলেন।
ইতোমধ্যেই হোয়াইট হাউজ ছেড়ে চলে গেছেন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বুধবার সকাল সাড়ে ১১টায় ৪৬ তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।