ঢাকা | ডিসেম্বর ২৬, ২০২৪ - ১১:১২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

প্রথম টুইট ভাইস প্রেসিডেন্ট হিসেবে কমলার

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Thursday, January 21, 2021 - 11:19 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 71 বার

মোঃ নাসির, নিউ জার্সি (আমেরিকা) প্রতিনিধিঃ মার্কিন ভাইস প্রেসিডেন্ট হিসেবে প্রথম টুইট করেছেন কমলা হ্যারিস। টুইট বার্তায় তিনি লিখেছেন, সেবার জন্য প্রস্তুত। যুক্তরাষ্ট্রের ইতিহাসে তিনিই প্রথম একজন কৃষ্ণাঙ্গ ও এশীয় ভাইস প্রেসিডেন্ট।

শপথ নেওয়ার আগে আরেক টুইট বার্তায় কমলা তার আগে যেসব নারী এসেছেন, তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছেন। সেই টুইটে কমলা বলেছেন, আমি তাদের কাঁধের ওপরেই দাঁড়িয়ে আছি।

২০ জানুয়ারি বুধবার যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় দুপুর নাগাদ শপথ নেন কমলা হ্যারিস। তাকে শপথবাক্য পাঠ করান দেশটির সুপ্রিম কোর্টের বিচারপতি সোনিয়া সোটোমেয়র।