ঢাকা | ডিসেম্বর ২৬, ২০২৪ - ৮:৫৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

পর্নোগ্রাফি মামলায় ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিমেল গ্রেফতার

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Thursday, January 21, 2021 - 7:30 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 183 বার

মোঃ রুবেল মিয়া স্টাফ রিপোর্টারঃ বর্তমান যুগ ইন্টারনেটের যুগ তরুণ তরুণীরা প্রযুক্তি ব্যবহার করে বিভিন্ন অনৈতিক কর্মকান্ডে জড়িয়ে পড়ছে নষ্ট হচ্ছে যুবসমাজ। এখন প্রায়ই শোনা যায় মিডিয়া ও পত্র পত্রিকার মাধ্যমে পর্নোগ্রাফি করে ব্লাকমেইল করে হাতিয়ে নিচ্ছে অর্থ ও সতিত্ব হননের মত ঘটনা। তেমনই ঘটনা ঘটেছে টাঙ্গাইলের মির্জাপুরে এক তরুণীর গোসলের ভিডিও এবং এক দম্পত্তির অন্তরঙ্গ ভিডিও ধারণের অভিযোগে ফতেপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিমেল কে গ্রেপ্তার করেছে মির্জাপুর থানা পুলিশ। গত বুধবার ২০ (জানুয়ারি) সন্ধ্যায় পৌর সদরের ইউনিয়নপাড়া এলাকায় দবির উদ্দিনের ভাড়া বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

জানা যায়, উপজেলার ফতেপুর ইউনিয়নের থলপাড়া গ্রামের হাফিজুর রহমানের ছেলে হিমেল সিকদার (২২)। গত আট মাস আগে প্রেমের সম্পর্ক করে পরিবারের অবাধ্য হয়ে বিয়ে করেন হিমেল। পরে সে পরিবার ছেড়ে মির্জাপুর পৌর সদরের ইউনিয়নপাড়ায় ভাড়া থাকতেন। বেশ কয়েকদিন আগে হিমেল এক তরুণীর গোসলের ভিডিও তার ফোনে ধারণ করে রাখে। তারই ধারাবাহিকতায় গত মঙ্গলবার রাতে এক দম্পত্তির অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ধারণের সময় সেটি দেখে ফেলেন ওই দম্পত্তি। পরে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে গোপন ক্যামেরায় ভিডিও ধারণের কথা অস্বীকার করলেও পরে তা স্বীকার করেন। এ সময় তার মোবাইল ফোন ঘেটে এক তরুণীর ৫টি গোসলের ভিডিও দেখতে পান। পরে বুধবার সন্ধ্যায় পুলিশ তাকে গ্রেপ্তার করে। এ ঘটনায় তার বিরুদ্ধে মির্জাপুর থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

এই ঘটনার পর তাৎক্ষণিকভাবে তাকে তার সাধারণ সম্পাদকের পদ থেকে অব্যাহতি দিয়েছে উপজেলা ছাত্রলীগ। অব্যাহতির বিষয়ে প্রেস রিলিজও দিয়েছে ছাত্রলীগ করো ব্যক্তিগত দায়ভার ছাত্রলীগ নিবেনা বলে জানান, উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. সাদ্দাম হোসেন। ইতিমধ্যে তাকে স্থায়ীভাবে বহিষ্কারের জন্য কেন্দ্রীয় ছাত্রলীগের কাছে সুপারিশ করা হয়েছে।

এ ব্যাপারে মির্জাপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. গিয়াস উদ্দিন জানান, অভিযুক্ত হিমেল কে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করার পর বৃহস্পতিবার দুপুরে তাকে টাঙ্গাইল জেল হাজতে প্রেরণ করা হয়েছে।