আশ্রয়ণের অধিকার, শেখ হাসিনার উপহার
মোঃ রুবেল মিয়া, স্টাফ রিপোর্টারঃ আগামী ২৩ (জানুয়ারী) সারা দেশব্যাপী শুভ উদ্বোধন হতে যাচ্ছে গৃহহীন ও ভূমিহীন পরিবারের মাঝে সম্পূর্ণ বিনামূল্যে ঘর পাওয়ার নিশ্চয়তা৷
“আশ্রয়ণের অধিকার, শেখ হাসিনার উপহার” এই শ্লোগান কে ধারণ করে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ‘মুজিববর্ষ‘ উপলক্ষে টাঙ্গাইলের মির্জাপুরে শুভ উদ্বোধনের মাধ্যমে ঘর পেতে যাচ্ছে ৪০টি গৃহহীন ও ভূমিহীন পরিবারের অসহায় মানুষগুলো।
টাঙ্গাইলের মির্জাপুরে গৃহহীন ও ভূমিহীন (২৪২)টি পরিবারকে পুনর্বাসনের জন্য ঘর নির্মাণ করে দেওয়া হচ্ছে। ইতোমধ্যে ৪০টি ঘরের শতভাগ নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। বাকিগুলোর নির্মাণ কাজ দ্রুত চলছে বলে জানা গেছে। আগামী ২৩ (জানুয়ারি) প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিক ভাবে এর শুভ উদ্বোধন করার কথা রয়েছে। মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার মো.আবদুল মালেক ও সহকারী কমিশনার (ভূমি) মো. জুবায়ের হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, যাদের ভূমি ও ঘর নেই তাদের জমিসহ ঘর দেওয়ার প্রকল্প হাতে নিয়েছে সরকার। এই কর্মসূচির ধারাবাহিকতায় টাঙ্গাইলের মির্জাপুরে ২৪২ টি পরিবারের মাঝে ঘর দেওয়া হবে। এরমধ্যে সরকারের ২৩৭ টি এবং স্থানীয় এমপি, সরকারের একজন সচিব, উপজেলা চেয়ারম্যান, উপজেলা প্রশাসনের কর্মকর্তারা ১টি করে নির্মাণ করে দিবেন মোট ৫টি ঘর। প্রতিটি ঘরের নির্মাণ ব্যয় ধরা হয়েছে ১ লাখ ৭১ হাজার টাকা। প্রতিটি ঘরে থাকবে ২ টি বেড রোম, একটি কিচেন, একটি ইউটিলিটি রোম একটি টয়লেট ও একটি বারান্দা।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আশরাফুজ্জামান বলেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় কর্তৃক বাস্তবায়িত আশ্রয়ণ প্রকল্প (২) এর আওতায় মুজিব শতবর্ষ পূর্তি উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার স্বরূপ মির্জাপুর উপজেলায় ২৩৭টি ঘরের বরাদ্দ পাওয়া যায়। ইতিমধ্যে ৪০টি ঘরের কাজ ড্রয়ি়ং ও ডিজাইন অনুযায়ী কাজ সম্পন্ন হয়েছে। বাকি ঘর গুলোর নির্মাণ কাজ চলমন রয়েছে৷ আগামী ২৩ (জানুয়ারি) সবকিছু ঠিক থাকলে ঘর গুলো মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করবেন।
উপজেলা নির্বাহী অফিসার মো. আবদুল মালেক বলেন, প্রতিবন্ধী, স্বামী পরিত্যাক্তা, ভিক্ষুক এবং ষাটোর্ধ প্রবীণ হতদরিদ্ররা এই প্রকল্পে অগ্রাধিকার পাবেন। মুজিব জন্মশত বার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রীর নির্দেশে সারাদেশের মতো মির্জাপুরে ভূমিহীন ও গৃহহীনদের জন্য সেমি পাকা ঘর নির্মাণ করা হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে ভূমিহীনদের পুনর্বাসনের জন্য এই প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।