সৌদিতে হাজারো প্রবাসীদের উপস্থিতিতে রাজনগরের দুদু জানাজা সম্পন্ন
মোঃবিলাল উদ্দিন, বিশেষ প্রতিনিধিঃ মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার উত্তর ভাগ ইউপির জোড়াপুর গ্রামের প্রবীণ মুরব্বি মোঃ আনু মিয়ার ছোট ভাই ও তরুণ সংগঠক সমাজসেবক সোহেল মাহমুদের চাচা সৌদি আরবের আল মুজাল্লিফ এলাকায় বসবাসরত সুপরিচিত ও সকলের প্রিয় সাদা মনের মানুষ মোঃ দুদু মিয়া (৬০) গত ১৮ জানুয়ারী সৌদি আরবের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।
এ দিকে পারিবারিক সম্মতিতে মরহুমের লাশ ২২ জানুয়ারি শুক্রবার বাদ জুম্মা হাজারো প্রবাসী বাংলাদেশীদের অংশ গ্রহণের মধ্যে দিয়ে আল মুজাল্লিফ আল বদর মাদ্রাসা মাঠে জানাজা অনুষ্ঠিত হয়। পরে মরহুমের লাশ আল মুজাল্লিফ সরকারি কবরস্থানে দাফন করা হয়েছে। এ দিকে সৌদি আরবের কুনফেদা আল মুজাল্লিফ থেকে মরহুমের নিকট আত্নীয় কায়সার আহমেদ আমাদের এ প্রতিবেদককে জানিয়েছেন,মরহুমের জানাজায় সৌদি আরবের জেদ্দা,রিয়াদ,আনাকিছ,কুনফেদা
মক্কা সহ বিভিন্ন এলাকা থেকে মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার ও সিলেটের বালাগঞ্জ উপজেলার বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশীরা অংশ গ্রহণ করেন।