ঢাকা | ডিসেম্বর ২৫, ২০২৪ - ৮:০৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

সৌদির দাম্মামে কয়েক হাজার বাংলাদেশি অভিবাসীকে দূতাবাসের কনস্যৃলার সেবা প্রদান

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Friday, January 22, 2021 - 10:10 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 127 বার

মোঃ জাহাঙ্গীর আলম হৃদয় ঃ- ২২ জানুয়ারি, ২০২১: সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশ দাম্মামের স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে দূতাবাসের কনস্যৃলার সেবা প্রদান আজ সকালে শুরু হয়েছে। রিয়াদ থেকে প্রায় ৪০০ কিলোমিটার দূরে অবস্থিত এই শহরে তীব্র শীত উপেক্ষা করেও কয়েকশত বাংলাদেশী অভিবাসী কনস্যৃলার সেবা গ্রহণ করতে ছুটে আসেন। পূর্বাঞ্চলীয় প্রদেশের দাম্মামে লক্ষাধিক বাংলাদেশি বসবাস করে। এখানে প্রবাসী বাংলাদেশীরা বিভিন্ন পেশায় নিয়োজিত রয়েছেন।

এসময় অভিবাসীদের ইকামার মেয়াদ বৃদ্ধির জন্য পাসপোর্ট নবায়ন, পাসপোর্ট রি-ইস্যু ও পাসপোর্ট সংক্রান্ত বিভিন্ন সেবা প্রদান করা হয়। এছাড়া যে সকল প্রবাসীরা নানা সমস্যার কারণে দেশে ফিরে যেতে চাচ্ছেন তাদের ট্র্যাভেল পারমিট প্রদান করা হয়। দূতাবাসের শ্রম উইংয়ের পক্ষ থেকে স্পেশাল এক্সিট প্রোগ্রামের আওতায় হূরুব প্রাপ্ত, ইকামা বিহীন, ও এক্সিট ভিসায় মেয়াদ উত্তীর্ণ অভিবাসীদের আইনগত সহায়তা প্রদান করা হয়।

এছাড়া প্রবাসী কল্যাণ কার্ডের জন্য নিবন্ধন করা হয়। দূতাবাসের সোনালী ব্যাংকের পক্ষ থেকে একাউন্ট খোলা ও ওয়েজ আর্নার্স বন্ড করার সেবা প্রদান করা হয়। প্রবাসীদের বৈধ পথে দেশে রেমিট্যান্স পাঠানোর জন্য উদ্বুদ্ধ করা হয়।

সেবা গ্রহণ করতে আসা প্রবাসীদের নিরাপদ সামাজিক দূরত্ব বজায় রেখে সেবা প্রদান করা হয়। প্রবাসীদের সৌদি আরবের আইন কানুন ও করোনা ভাইরাস প্রতিরোধে সৌদি সরকারের নির্দেশনা মেনে চলার পরামর্শ দেয়া হয়। দূতাবাসের মিনিস্টার ও কার্যালয় প্রধান ড. ফরিদ উদ্দিন আহমদ, কাউন্সেলর মোঃ হুমায়ূন কবির, শ্রম কাউন্সেলর মো: আসাদুজ্জামান, পাসপোর্ট ও ভিসা উইংয়ের কাউন্সেলর কাজী নুরুল ইসলাম, প্রথম সচিব (প্রেস) মোহাম্মদ ফখরুল ইসলাম  ও সোনালী ব্যাংক প্রতিনিধি মোঃ জসীম উদ্দিন খান এ সময় উপস্থিত ছিলেন। কনস্যৃলার সেবা আগামীকাল (শনিবার) বিকাল ৪টা পর্যন্ত প্রদান করা হবে। অভিবাসীরা দূতাবাসের সেবা পেয়ে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।