ঢাকা | ডিসেম্বর ২৪, ২০২৪ - ১০:৫৫ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

জিল বাইডেন ন্যাশনাল গার্ড সদস্যদের রান্না করে খাওয়ালেন

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Saturday, January 23, 2021 - 10:43 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 157 বার

মোঃ নাসির, নিউ জার্সি (আমেরিকা)প্রতিনিধিঃ যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট জো বাইডেনের শপথ গ্রহণ অনুষ্ঠানের নিরাপত্তায় নিয়োজিত ন্যাশনাল গার্ড সদস্যদের নিজের হাতে রান্না করে খাওয়ালেন ফার্স্ট লেডি জিল বাইডেন।

সুষ্ঠু ও সুন্দরভাবে বাইডেনের শপথ গ্রহণ অনুষ্ঠান শেষ করায় নিরাপত্তা বাহিনীর সদস্যদের ধন্যবাদ জানানোর পাশাপাশি নিজের হাতের রান্না করা খাবার পরিবেশন করে খাওয়ান তিনি। এ সময় ক্যাপিটল হিলের নিরাপত্তার দায়িত্ব পালন করা সব সদস্যের সঙ্গে কুশল বিনিময় করেন।

জিল বাইডেন বলেন, ‘আমাকে এবং আমার পরিবারকে নিরাপদ রাখায় ধন্যবাদ জানাতে এখানে এসেছি। ন্যাশনাল গার্ডের সদস্যরা পরিবার ছেড়ে তীব্র শীতে আমাদের নিরাপত্তা দিয়েছে। জো বাইডেন ন্যাশনাল গার্ড পরিবারেরই একজন সদস্য। আমাদের সন্তানও ন্যাশনাল গার্ডে একসময় চাকরি করেছে। ২০০৮ থেকে ২০০৯ সাল পর্যন্ত ইরাক যুদ্ধে নিয়োজিত ছিল সে। সুতরাং আমি একজন ন্যাশনাল গার্ড মা। আর তাই যখন দেখি জীবনের মায়া ত্যাগ করে ন্যাশনাল গার্ডের সদস্যরা আমাদের নিরাপত্তায় কাজ করছে, তখন সত্যই আমি গর্ববোধ করি।’