ঢাকা | ডিসেম্বর ২৭, ২০২৪ - ২:০২ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

বিজয়ের সুফলতা ঘরে-ঘরে পৌছে দিতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।।

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, December 16, 2020 - 8:43 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 90 বার

ভাবখালীতে সাংবাদিক আরিফ রববানী ষ্টাফ রিপোর্টারঃ ময়মনসিংহ সদর উপজেলার ভাবখালী ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান রমজান আলী বলেছেন- ১৬ই ডিসেম্বর হচ্ছে বাঙালি জাতির হাজার বছরের শৌর্যবীর্য এবং বীরত্বের এক অবিস্মরণীয় দিন। বীরের জাতি হিসেবে আত্মপ্রকাশ করার দিন।

পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে একটি স্বাধীন ভূখণ্ডের নাম জানান দেওয়ার দিন। তিনি ১৬ডিসেম্বর বুধবার বিকালে ভাবখালী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মাথালীয়া বাড়ী সংলগ্ন নবদূত স্পোটিং ক্লাবের উদ্যোগে বিজয় দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত ক্রিকেট টুর্নামেন্টের প্রধান অতিথি হিসাবে বক্তৃতাকালে এসব কথা বলেন।

নবদূত স্পোটিং ক্লাবের সদস্য কবির, শাকিলসহ সকল সদস্যদের যৌথ উদ্যোগে আয়োজিত ও স্থানীয় হাফেজ আলী মাষ্টারের সঞ্চালনায় অনুষ্ঠানে ক্রিকেট টুর্নামেন্টের উদ্ভোধনী বক্তৃতায় কোতুয়ালী বঙ্গবন্ধু পরিষদের প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক আরিফ রববানী বলেন-জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ৯ মাস সশস্ত্র মুক্তিযুদ্ধের পর ১৯৭১ সালের এই দিনে বিকেলে রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যানে) হানাদার পাকিস্তানি বাহিনী যৌথ বাহিনীর কাছে আত্মসমর্পণ করে। বিশ্বের মানচিত্রে অভ্যুদয় ঘটে নতুন রাষ্ট্র বাংলাদেশের।

তবে এক দিনেই এই বিজয় অর্জন হয়নি এর পেছনে রয়েছে দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী লড়াই। যে লড়াইয়ে লাখো প্রাণের বিনিময়ে ১৯৭১ সালের আজকের দিনে অর্জিত হয় আমাদের স্বাধীনতা। তিনি মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে জাতির জনকের স্বপ্নের সুখী-সমৃদ্ধ গড়ার লক্ষে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার মাধ্যমে বিজয়ের সুফল ঘরে-ঘরে পৌছে দেওয়ার আহবান জানান।

এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন-পল্লীবন্ধু পরিষদ ময়মনসিংহ জেলা শাখার যুগ্ম আহবায়ক হাতেম আলী,কোতুয়ালী কমিটির পল্লীবন্ধু পরিষদ নেতা লুৎফর রহমান প্রমুখ। পরে টুর্নামেন্টে বিজয়ী দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।