ভাঙ্গায় গভীররাতে ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি
মাহমুদুর রহমান(তুরান),ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি ফরিদপুরের ভাঙ্গায় গভীররাতে এক ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। বুধবার রাত আড়াই টার দিকে উপজেলার হামিরদী ইউনিয়নের হামিরদী গ্রামের শোভন কাজীর বাড়িতে এ ডাকাতির ঘটনাটি ঘটে। এ ঘটনায় শোভন বাদী হয়ে বৃহস্পতিবার দুপুরে ভাঙ্গা থানায় একটি ডাকাতির মামলা দায়ের করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে, ১০ থেকে ১২ জনের মুখোশধারী একদল ডাকাত একতলা বিশিষ্ট বিল্ডিং এর পেছন দিয়ে রান্না ঘরের থাই জানালা দিয়ে অতিকৌশলে দরজা খুলে ঘরের মধ্যে প্রবেশ করে। ঘরের মালিকের পরিবারের সদস্যদেরকে অস্ত্রের মুখে জিম্মি করে বেধে ফেলে ডাকাতেরা। পরে ঘরে থাকা আলমারী, শোকেজ ও ওয়ারড্রপ ভেঙ্গে সব হাতিয়ে নেন তারা। এসময় নগদ ৪ লাখ দশ হাজার টাকা, স্বর্ণ অলংকার যাহা সাড়ে নয় ভরি, চারটি মোবাইল ফোন,একটি ট্যাব, একটি ল্যাপটব ও কিছু দামী শাড়ি ছিনিয়ে নেয় ডাকাতের দলেরা।
এ ঘটনায় শোভনের স্ত্রী রেহানা বেগম (৩০) বলেন, গভীররাতে হটাৎ আমাকে এলোপাথাড়ি চড় মেরে ঘুম ভাঙ্গিয়ে বলে উঠে বস আমরা ডাকাত। পরে একে একে সবাইকে অস্ত্রর মুখে জিম্মি করে আমাদের বেধে রাখে। কোন কথা হবেনা চিৎকার করলেই খুন। এসময় আমরা ভয়ে কোন সাড়া শব্দ না করে আমার ও শাশুড়ির গলা ও কানের গহনা খুলে দেই। আমার স্বামী শোভনকে বন্দুক ঠেকিয়ে বেধেঁ রাখে।
একপর্যায়ে ডাকাতের দল ডাকাতি করে চলে যাবার প্রায় দুই ঘন্টা পর প্রতিবেশীর মোবাইল দিয়ে ৯৯৯ এ ফোন করে পুলিশকে খবর দেই। এ ঘটনায় রাতেই থানা পুলিশ পরিদর্শন করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ সৈয়দ লুৎফর রহমান বলেন, সকালে ঘটনাস্থলে আমি গিয়েছি। ডাকাতেরা খুবকৌশলে দরজা খুলে ঘরে প্রবেশ করেছিল। এ ঘটনায় একটি ডাকাতির মামলা রুজু করা হয়েছে।