ইসলামী আন্দোলনের আলোচনা সভা ও ইফতার মাহফিল
কেরানীগঞ্জ প্রতিনিধি : ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা দক্ষিণ শাখার উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে কেরানীগঞ্জ মডেল থানা জিনজিরা ফায়ার মিউজিক ক্যাফে এন্ড রেস্টুরেন্টে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে ঢাকা জেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি হাফেজ মুহাম্মদ জয়নুল আবেদীনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মুহাম্মদ আশরাফ আলী আকন।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঢাকা বিভাগ ইসলামী আন্দোলন বাংলাদেশের সাংগঠনিক অধ্যাপক সৈয়দ বেলায়েত হোসেন। ঢাকা জেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের সেক্রেটারি হাফিজ মাওলানা জহিরুল ইসলামের পরিচালনায় আরও বক্তব্য রাখেন, আলহাজ্ব মো. হানিফ মেম্বার, আলহাজ্ব সুলতান আহমেদ খান,ডা. মো. কামরুজ্জামান, মো. শাহীন আহমেদ ও মো. ইলিয়াস হোসাইন প্রমুখ।