ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: ৫ জন নিহত, আহত ১০
কেরানীগঞ্জ( ঢাকা )প্রতিনিধি:ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোল প্লাজা এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত হয়েছেন। শুক্রবার (২৭ ডিসেম্বর) সকালে এ দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন আরও অন্তত ১০ জন।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, সকালে একটি দ্রুতগামী বাস নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা একটি প্রাইভেটকার, একটি মাইক্রোবাস এবং একটি মোটরসাইকেলের ওপর উঠে যায়। এতে পথচারীসহ ৫ জন ঘটনাস্থলেই প্রাণ হারান। আহত ১০ জনকে স্থানীয়রা উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠিয়েছে।
তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। দুর্ঘটনার পর ঘটনাস্থলে থমথমে পরিবেশ বিরাজ করছে। পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধারকাজে নিয়োজিত রয়েছেন।
দুর্ঘটনার সঠিক কারণ এখনো নিশ্চিত করা যায়নি। তবে স্থানীয়রা জানান, বাসটি অতিরিক্ত গতিতে ছিল, যা নিয়ন্ত্রণ হারানোর প্রধান কারণ হতে পারে। এ বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এই দুর্ঘটনা এক্সপ্রেসওয়ের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।