মিশিগানে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল
সৈয়দ আসাদুজ্জামান সুহান, যুক্তরাষ্ট্র প্রতিনিধি : যুক্তরাষ্ট্রের মিশিগান শাখার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিলে দলটির প্রতিষ্ঠাতা সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত এবং চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করা হয়। এছাড়াও মহান মুক্তিযুদ্ধে লাখো শহীদের আত্মার এবং সরকারি দলের দমন নিপীড়নে বিএনপি ও অঙ্গ সংগঠনের নিহত নেতাকর্মীদের আত্মার মাগফিরাত কামনা করা হয়।
২৬ মার্চ, রোববার, যুক্তরাষ্ট্রের মিশিগান রাজ্যের হ্যামট্রামেক সিটির প্রানকেন্দ্রে অবস্থিত কাবাব হাউসে বিকাল ৬:৩০ মিনিটে বিএনপি, মিশিগান শাখার যোদোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি দেওয়ান আকমল চৌধুরী, সঞ্চালনার দ্বায়িত্বে ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক সেলিম আহমেদ এবং দোয়া পরিচালনা করেন সংগঠনের সহ-সভাপতি মাওলানা কবির আহমেদ।
সভাপতির বক্তব্যে আকমল চৌধুরী বলেন, পবিত্র মাহে রমজানে দেশে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন মূল্য বৃদ্ধিতে তৃণমূলের জনসাধারণের নাভিশ্বাস উঠেছে। জনমনে যে হাহাকার চলছে, তা এই ফ্যাসিস্টবাদি সরকার শুনতে পায় না। ভোটবিহীন সরকার, তাই কোন জবাবদিহিতা নেই। জনগণের অভিশাপে অচিরেই এই সরকারের পতন নেমে আসবে।
উক্ত দোয়া ও ইফতার মাহফিলে দলটির সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন খন্দকার ইউসূফ কামাল, সৈয়দ ইকবাল হোসেন চৌধুরী, মো: জামান, ছয়েফ খান, মো: জিলাল উদ্দিন, তারেক আহমেদ চৌধুরী, আলী ওসিমুজ্জামান চৌধুরী রনি, সাজিদ আলম, সৈয়দ রেজা মঈনুল হক, হ্যামট্রামিক সিটির কাউন্সিলম্যান কামরুল হাসান ও আল সোমারি, মো: শাহজাহান হিটলার, মো: মোশাররফ হোসেন লিটু, যুবদলের সভাপতি শাহাদাত হোসেন মিন্টু, স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুর রহমান এবং জাসাস সভাপতি মোস্তাক আহমদ প্রমুখ।