ঢাকা | ডিসেম্বর ২৬, ২০২৪ - ৯:০৫ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

কেরানীগঞ্জে ছিনতাইকারি সন্দেহে গণপিটুনিতে এক যুবক নিহত

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Tuesday, March 28, 2023 - 12:23 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 65 বার

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: অটোরিকশা ছিনতাই চক্রের সংঘবদ্ধ চার সদস্য মিলে অটোরিকশা ছিনিয়ে নেয়ার সময় ছিন্তাইকারী সন্দেহে ওই চক্রের অজ্ঞাত এক যুবক (৪০) গণপিটুনিতে নিহত হয়।

মঙ্গলবার সকালে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের আব্দুল্লাহপুর মধ্যপাড়া এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে নিহতের সুরাতহাল শেষে তার মরদেহ ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালের মর্গে প্রেরণ করেছে পুলিশ।

থানা-পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যায় অটোচালক সোহাগ মিয়াকে আব্দুল্লাহপুর এলাকা থেকে কোনাখোলা যাওয়ার উদ্দেশ্যে গাড়ি ভাড়া করে চার যুবক । তারা চালক নিয়ে ঘন্টা তিনেক ধরে ঘুরতে থাকে। পরবর্তীতে রাতে আব্দুল্লাহপুর-কোনাখোলা রোডের মধ্যবর্তী বোয়ালিয়া ব্রিজের কাছে চালক সোহাগকে মারধর করে অটোরিকশাটি ছিনিয়ে নেয়ার চেষ্টা করে তারা। এ সময় সোহাগ মিয়ার চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এলে ছিনতাই চক্রের তিনজন অটোরিকশা নিয়ে পালিয়ে গেলেও একজনকে ধরে গণধোলাই দেয় জনতা। এতে ঘটনাস্থলেই মারা যায় অজ্ঞাত ওই যুবক।

এ বিষয়ে দক্ষিন কেরানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহজামান জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। অটোরিকশাটি উদ্ধার করা হয়েছে। ঘটনার সাথে জড়িত অপর তিনজনকে গ্রেফতারের চেষ্টা চলছে।