ধর্মপাশায়,ইজিবাইকের মোটরে ওড়না পেঁছিয়ে পথিমধ্যে মৃত্যু
ফারুক আহমেদ,ধর্মপাশা:সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় জান্নাতুল আরফা জুঁই (১৪) নামের ৭ম শ্রেনীতে পড়ুয়া এক ছাত্রী বিদ্যালয় ছুটির পর বাড়ি ফেরার পথে ধর্মপাশা-কান্দাপাড়া সড়কে ইজিবাইকের মোটরের সাথে ওড়না পেঁছিয়ে মৃত্যু হয়েছে।
আজ (২এপ্রিল) রোববার বিকেল ৪টার দিকে এই সড়ক দূর্ঘটা ঘটে। জুঁই উপজেলার সদর ইউনিয়নের কান্দাপাড়া গ্রামের তানভিরের মেয়ে ও ডা. রফিক চৌধুরী জুনিয়র উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রী। তিন বোনের মধ্যে সে ছিলো বড়।
জানা যায়, ওইদিন বিকেল সাড়ে তিনটার দিকে বিদ্যালয় ছুটি হলে জুঁই তার সহপাঠীদের নিয়ে ইজিবাইকে করে বাড়িতে যাচ্ছিল। ইজিবাইকটি বাহুটিয়াকান্দা সেতু পার হওয়ার সময় তার গলার ওড়না ইজিবাইকের মোটরে মারাত্মকভাবে পেঁছিয়ে যায়। এতে সে গলায় প্রচুর আঘাতপ্রাপ্ত হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
ধর্মপাশা থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান বলেন, কোনো অভিযোগ না থাকায় মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে।