ধামইরহাটে দলিল লেখক সমিতির দু’গ্রুপের মধ্যে মারামারি: আহত ২
কামরুজ্জামান আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন। মুক্তার হোসেন প্রাথমিক চিকিৎসা করে বাড়িতে রয়েছেন। এ ঘটনায় সাব-রেজিস্ট্রার আঃ সালামের সঙ্গে কথা হলে তিনি জানান, উর্ধতন কর্মকর্তার অনুমতি ছাড়া আমি কিছু বলতে পারবনা। সুত্রে জানা যায়, সোমবার ৩ এপ্রিল দলিল লেখক কামরুজ্জামান ও মুক্তার হোসেন সরকার কর্তৃক নির্ধারিত ফি দিয়ে কবলা দলিল করতে গেলে সমিতির সভাপতি ও সাধারণ
সম্পাদক তাদের কাছে মোটা অংকের চাঁদা দাবি করেন। চাঁদা দিতে না চাইলে সভাপতি আঃ গফুর ও সাধারণ সম্পাদক জামাল উদ্দিনের নেতৃত্বে সদস্য ছাইফুল ইসলাম, রাজ, সাফি,জিয়াউর রহমানসহ আরো অনেকে কামরুজ্জামান ও মুক্তার কে দলিল লেখক সমিতির কক্ষে নিয়ে গিয়ে সন্ত্রাসী কায়দায় লোহার রড, লাঠি দিয়ে উপযুক্ত পুরি মার-ধর করে বলে প্রতক্ষ্যদর্শি দলিল লেখক আনোয়ার হোসেন জানান। আনোয়ার হোসেন আরো জানান, আমরা এ ব্যাপারে সাব-রেজিস্ট্রাড আঃ সালাম এর সঙ্গে কথা বলেছি কোন সুরহা পাইনি ফলে আইগত ব্যবস্থা নিব। এ ব্যাপারে সভাপতি আঃ গফুরের সাঙ্গে কথা হলে তিনি বলেন এ ঘটনার কিছুই আমি জানিনা।