ঢাকা | জানুয়ারী ১১, ২০২৫ - ৩:১২ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

ইংল্যান্ডে মনোয়ার ক্লার্ক এর The Italo’s রেস্টুরেন্টের উদ্বোধন

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Tuesday, April 4, 2023 - 12:14 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 51 বার

জাকির হোসেন সুমন , ব্যাুরো চিফ ইউরোপ :ইতালির মান সম্মত বিভিন্ন স্বাদের খাবার নিয়ে আনুষ্ঠানিক ভাবে উদ্ভোধন হয়ে গেলো লন্ডনে বাংলাদেশি মালিকানাধীন ব্যাবসা প্রতিষ্ঠান The Italo’s রেস্টুরেন্ট ।

শুভ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের কর্ণধার মনোয়ার ক্লার্ক । নতুন এ রেস্তোরাঁ টি উদ্ভোধন করেন ব্রিটিশ বাংলাদেশি এমপি আপসানা বেগম । এ সময় উপস্থিত ছিলেন লন্ডনে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দ।

মনোয়ার ক্লার্ক আমন্ত্রিত সকল অতিথিদের প্রতি অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশিপাশি তিনি সকলের উদ্দেশ্যে বলেন The Italo’s রেস্টুরেন্ট এর বিভিন্ন শাখা লন্ডনের বিভিন্ন স্থানে স্থাপনের লক্ষ্যে তিনি কাজ করে যাচ্ছেন। তিনি জানিয়েছেন এখানে তার এই রেস্টুরেন্টের ব্যবসা সম্প্রসারিত হলে বৈদেশিক কর্মসংস্থান ও রেমিট্যান্স প্রবাহে শক্তিশালী অবদান রাখবে।

মনোয়ার ক্লার্ক মনে করেন প্রতিটি মানুষের সৎ ইচ্ছা এবং তা বাস্তবায়নের জন্য সঠিক প্রচেষ্টাই তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাবার জন্য যথেষ্ট।