কেরানীগঞ্জে মাছের বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান
কেরানীগঞ্জ( ঢাকা) প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জে বিভিন্ন মাছের বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় সরকারিভাবে নিষিদ্ধ মাছ বিক্রি করার অপরাধে বিভিন্ন মাছ ব্যবসায়ীকে অর্থদণ্ড প্রদান করা হয়েছে। কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল দক্ষিণ সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আমেনা মারজানের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ সেলিম রেজা।
কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল দক্ষিণ সহকারী কমিশনার (ভূমি) অফিসের নাজির মোঃ সোহেল জানান, দীর্ঘদিন যাবত দক্ষিণ কেরানীগঞ্জের পারগেন্ডারিয়া ট ও কালীগঞ্জ বাজারে মাছ ব্যবসায়ীরা সরকারিভাবে নিষিদ্ধ ঝাটকা ও আফ্রিকান মাগুর মাছ বিক্রি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল দক্ষিণ সহকারী কমিশনার (ভূমি) ও
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আমেনা মারজানের নেতৃত্বে আজ মঙ্গলবার দুপুরে সেখানে ভ্রাম্যমান আদালতের অতর্কিত অভিযান পরিচালনা করা হয়। এ সময় সরকারিভাবে নিষিদ্ধ ঝাটকা ও আফ্রিকান মাগুর মাছ বিক্রি করার অপরাধে তিন মাছ ব্যবসায়ীকে ১৩ হাজার টাকা জরিমানা করা হয় এবং তাদের কাছ থেকে দুই’শ কেজি ঝাটকা ও ৪০ কেজি আফ্রিকান মাগুর মাছ জব্দ করা হয়। এসময় কেরানীগঞ্জ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ সেলিম রেজা উপস্থিত ছিলেন।