ঢাকা | ডিসেম্বর ২৬, ২০২৪ - ১০:১৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

ধর্মপাশায় সিনিয়র সহকারি শিক্ষক শাহ্ মতাজ বেগমকে অবসর জনিত বিদায় সংবর্ধনা

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, April 5, 2023 - 8:42 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 37 বার

ফারুক আহমেদ,ধর্মপাশা:সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার হলিদাকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক শাহ্ মমতাজ বেগমকে (৫৯) অবসর জনিত বিদায় উপলক্ষে বিদায়ী সংবর্ধনা জানানো হয়েছে। আজ (৫এপ্রিল) বুধবার সকাল ১১টার দিকে বিদ্যালয় প্রাঙ্গণে অত্র বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ এই অনুষ্ঠানের আয়োজন করে।

এ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এ্যাডভোকেট সাইফুল ইসলাম চৌধুরী কামালের সভাপতিত্বে ও সাবেক শিক্ষার্থী মোঃ ইব্রাহীম আহমেদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যদেন, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক কল্পনা রাণী বিশ্বাস। অন্যান্যের বাঝে বক্তব্যদেন, জনতা মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক শাহ্ নূর মোহাম্মদ, অত্র বিদ্যালয়ের বিদায় সংবর্ধিত সিনিয়র সহকারি শিক্ষক শাহ্ মমতাজ বেগম,

সহকারি শিক্ষক তামান্না আক্তার শাপলা, সাবেক শিক্ষার্থী নুরুল ইসলাম বিএসসি, আব্দুল হেকিম, শওকত আলী, ফারুক মিয়া, সেন্টু আহমেদ পটল, কবির আহমেদ, মোবারক হোসেন, ফারুক আহমেদ, আরিফ মিয়া, শফিক মিয়া প্রমুখ। এছাড়া ও উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিবাবকবৃন্দ। সবার পক্ষ থেকে ওই শিক্ষকের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে ক্র‍্যাস্ট প্রদান করা হয়।

জানা যায়, অবসরকালে শাহ্ মমতাজ বেগমের বয়স হয় ৫৯ বছর। আর এই ৫৯ বছর বয়সের ৩৮ বছর ৩ মাস তিনি শিক্ষকতা সেবা প্রদানে কাটিয়েছেন।