ইতালিতে ভেনিস বাংলা স্কুলে ইফতার ও দোয়া অনুষ্ঠিত
জাকির হোসেন সুমন , ব্যাুরো চিফ ইউরোপ : বরাবরের মতো এ বছর ও রোজাদারদের সম্মানে ভেনিস বাংলা স্কুলে দোয়া ও ইফতারে আয়োজন করা হয়েছে। ভেনিসে বসবাসরত মানবতার ফেরিওয়ালা নামে খ্যাত মোবারক হোসেন এর উদ্যোগে ভেনিস বাংলা স্কুলের হলরুমে অনুষ্ঠিত হয় এই ইফতার আয়োজন ও দোয়া।
ইফতার এর পূর্ব মূহুর্তে হাফেজ ফাহিম খাইরুল পবিত্র কুরআন তেলওয়াত করেন। সে সময় উপস্থিত ছিলেন
বাংলা স্কুলের সভাপতি সৈয়দ কামরুল সারোয়ার , প্রধান উপদেষ্টা বিল্লাল হোসেন ঢালী, উপদেষ্টা রফিকুল বাড়ি, ভেনিসের মেসত্রে র ওয়ার্ড কাউন্সিল ও বিদ্যালয়ের সহ-সভাপতি আফাই আলী, সাধারণ সম্পাদক সোহেল আক্তার বিপ্লবী, যুগ্ম সাধারণ সম্পাদক আশিক পলস, সাংগঠনিক সম্পাদক মোহাম্মাদউল্লাহ সোহেল, সহ-সাংগঠনিক
সম্পাদক কবির মাহমুদ,অর্থ সম্পাদক শহীদুল ইসলাম সুজন, শিক্ষা বিষয়ক সহ-সম্পাদক ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা দিলরুবা জামান, শিক্ষা বিষয়ক সহ-সম্পাদক মেহেরুন্নেসা মলি, মহিলা সহ সম্পাদিকা আফসারি খানম রিক্তা, ক্রীড়া সহ সম্পাদক: আব্দুর রউফ, সম্মানিত সদস্য ফখরুল চৌধুরী, সদস্য কামরুজ্জামান উজ্জল এবং অভিভাবকবৃন্দ শিক্ষার্থী সহ আরো অনেকেই ।