ঢাকা | ডিসেম্বর ৩১, ২০২৪ - ৪:২৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

ধর্মপাশায় ৩দিনব্যাপী নেংটার মেলা ও ৫১তম বার্ষিক ওরছ সমাপ্তি

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Monday, April 10, 2023 - 5:55 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 112 বার

ফারুক আহমেদ,ধর্মপাশা:আবদাল-উল-আউলীয়া আশেক-ই খোদা মহা সাধক শাহ সুফী হযরত মজনু শাহ নূরী নেংটা বাবা (রঃ)’র ৫১তম বার্ষিক ওরছ মোবারক উপলক্ষ্যে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সদর ইউনিয়নের আতকাপাড়া গ্রামে দেশবিদেশ থেকে আগত পাগল, ফকির থেকে শুরু করে আশেক, ভক্ত ও আবালবৃদ্ধ, নরনারীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠিত ৩দিনব্যাপী নেংটার মেলা সমাপ্ত হয়েছে।

গত (৭এপ্রিল) বৃহস্পতিবার সন্ধ্যা রাত থেকে শুরু হয় এই ওরছ মোবারক ও মেলা। গতকাল (৯এপ্রিল) রোববার মধ্যরাত সাড়ে ১২টার দিকে মিলাদ কিয়াম শেষে আখেরি মোনাজাতের মাধ্যমে সমাপ্ত করা হয়। মোনাজাত শেষে সকলের মাঝে শিরনি বিতরণ করা হয়। মিলাদ কিয়াম পড়েছেন রেজভীয়া দরবারের খলিফা ইয়ার খান রেজভী ও আখেরি মোনাজাত পড়েছেন নেত্রকোনা জেলার মদনপুর থেকে আগত লাল শাহ ফকিরের ভক্ত সাধক উমেদ আলী ফকির। এই ৩দিনব্যাপী বাংলাদেশের সনামধন্য বাউল শিল্পী বাউল হবিল সরকার সহ আরও অনেক গুনী বাউল শিল্পীগণ আধ্যাত্মিক ছামা কাওয়ালী ও বাউল গান পরিবেশেন করেন।

মোনাজাতের পূর্বে ওরছ উপলক্ষ্যে সার্বিক আলোচনায় বক্তব্যদেন, ধর্মপাশা উপজেলা নির্বাহী অফিসার শীতেষ চন্দ্র সরকার, মধ্যনগর উপজেলা নির্বাহী অফিসার নাহিদ হাসান খান, ধর্মপাশা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস, ধর্মপাশা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিল্লাল হোসেন নূরী, ধর্মপাশা সদর ইউপি চেয়ারম্যান জুবায়ের পাশা হিমু প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন, ধর্মপাশা উপজেলা সহকারি কমিশনার (ভূমি) অলিদুজ্জামান, সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউপি চেয়াম্যান মোকাররম হোসেন, সেলবরষ ইউপি গোলাম ফরিদ খোকা, সুখাইড় রাজাপুর উত্তর সাবেক ইউপি চেয়ারম্যান ফরহাদ আহমেদ, ধর্মপাশা সদর ইউয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আলী উছমান, ৪নং ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য আব্দুল মজিদ, অবসরপ্রাপ্ত শিক্ষক জতিন্দ্র চন্দ্র সরকার, বাবুল মিয়া, রফিকুল ইসলাম, সাংবাদিক তরিকুল ইসলাম পলাশ, হাফিজুল হক, সাদ্দাম হোসেন ও ঢাকা প্রেসক্লাবের সদস্য ফারুক আহমেদ সহ স্থানীয় ও দেশবিদেশ থেকে আগত বিভিন্ন দরবারের খলিফা ও সকল আশেক ভক্তগণ।

জানা যায়, দীর্ঘদিন ধরে মাজার দখল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মোতাওয়াল্লীর দাবীদার দু’পক্ষের মাঝে বিরোধ থাকায় উভয় পক্ষের সম্মতিক্রমে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস ও সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জুবায়ের পাশা হিমুর পরামর্শে ধর্মপাশা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিল্লাল হোসেন নূরী স্থানীয় এলাকাবাসীকে সাথে নিয়ে নেংটা বাবা (রঃ)’র মাজার প্রাঙ্গণে ৩দিনব্যাপী এই ৫১তম বার্ষিক ওরছ মোবারক ও মেলার আয়োজন করেন। প্রতি বছর চৈত্র মাসের ২৪ তারিখে শুরু হয় এবং ২৬ তারিখে শেষ হয়।