ঢাকা | ডিসেম্বর ২৫, ২০২৪ - ১২:০৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

ইতালির মনফালকনে ভৈরব বাসীর উদ্যোগে ইফতার আয়োজন

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, April 12, 2023 - 2:13 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 51 বার

জাকির হোসেন সুমন , ব্যাুরো চিফ ইউরোপ : ইতালি মনফালকনে বসবাসকারী ভৈরব বাসীদের উদ্যোগে স্হানীয় দু’টি মসজিদে প্রায় দুই হাজার মুসুল্লির অংশ গ্রহণে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সেন্ত্র কুলতোরালে ইসলামিকো দারুসসালাম ও সেন্ত্র কুলতোরালে ইসলামিকো দারুস সালাত বাংলাদেশী ব্যক্তিবর্গ এবং অন্যান্য দেশের মুসলিম ব্যক্তিবর্গদের উপস্থিতিতে স্থানীয় দুটি মসজিদ কানায় কানায় পরিপূর্ণ হয়ে ওঠে ।

ইফতারের পূর্বে দুই মসজিদের ইমাম মিজানুর রহমান ও বেলাল হোসাইন রামাদানের তাৎপর্য ও গুরত্ব নিয়ে আলোচনা করেন। ইফতারের আগ মুহুর্ত সকল মুসলিম বিশ্বের শান্তি কল্যাণে দোয়া পরিচালনা করেন।

আমন্ত্রিত অতিথিরা প্রবাসে শত ব্যস্ততার মাঝেও এধরণের অনুষ্ঠান আয়োজনের জন্য ভৈরব বাসীর ভূয়সী প্রশংসা করেন।
সকলের মাঝে তোবারক বিতরনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।