ঢাকা | ডিসেম্বর ২৮, ২০২৪ - ১:৫৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

মধ্যনগরে ১২০০ কেজি ভারতীয় চিনি জব্দ,আটক-২

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Thursday, April 13, 2023 - 2:44 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 55 বার

ফারুক আহমেদ,ধর্মপাশা:সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় মধ্যনগর থানা-পুলিশ অভিযান চালিয়ে অবৈধ পথে আসা ১২০০ কেজি ভারতীয় চিনিসহ ২ কালোবাজারিকে আটক করেছে মধ্যনগর থানা পুলিশ।

১২এপ্রিল বুধবার বিকেল ৪টার দিকে উপজেলা সদর ইউনিয়নের সুমেস্বরী নদীর তীরবর্তী পিঁপড়াকান্দা বাজারের ডিম মহাল এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, মধ্যনগর উপজেলার মোহনপুর গ্রামের ওয়াদুদ মিয়ার ছেলে রতন মিয়া (৩১) ও একই উপজেলার রংপুর গ্রামের সাহাবুদ্দিনের ছেলে আব্দুল জলিল (১৯)।

জানা যায়, দীর্ঘদিন ধরে ভারতের মেঘালয় পাহাড় সীমান্তবর্তী মধ্যনগর উপজেলার মহেষখলা ও গুলগাঁও এলাকা দিয়ে চুরাই পথে আটককৃত দুইজসহ চক্রটি ভারতীয় চিনিসহ বিভিন্ন ধরণের পণ্যসামগ্রী এনে গোপনে সেসব পণ্যসামগ্রী এলাকার বিভিন্ন হাট-বাজার গুলোতে অধিক মূল্যে বিক্রি করে আসছিল। পাশাপাশি পুলিশও মালসহ ওই চক্রটিকে ধরতে চেষ্টা করে আসছিল।

এ অবস্থায় ১২এপ্রিল বুধবার বিকেলে আটককৃত ওই দুই কালোবাজারী চুরাই পথে ভারত থেকে আনা ৫০ কেজি ওজনের ২৪ বস্তা চিনি নিয়ে পিঁপড়াকান্দা বাজারের ডিম মহাল এলাকায় বসে ট্রলারের জন্য অপেক্ষা করছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালিয়ে চিনিসহ তাদেরকে আটক করে।

  • মধ্যনগর থানার অফিসার ইনচার্জ মো. জাহিদুল হক বলেন, আটকৃতদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে থানায় একটি মামলা দায়েরের পর বৃহস্পতিবার সকালে তাদেরকে আদালতে পাঠানো হয়।