ঢাকা | ডিসেম্বর ২৬, ২০২৪ - ৯:১৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

কেরানীগঞ্জে দৃষ্টি প্রতিবন্ধীদের ব্যবহার করে মাদ্রসা নামে চাঁদা বাজী অভিযোগে দুইজন গ্রেফতার

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Friday, April 14, 2023 - 3:08 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 45 বার

কেরানীগঞ্জ প্রতিনিধিঃকেরানীগঞ্জে দৃষ্টি প্রতিবন্ধীদের ব্যবহার করে মাদ্রাসা ও এতিম খানা লিল্লাহ বোর্ডিং ্এর নামে চাদা উত্তোলন ও উত্তোলিত চাদার টাকা আত্বসাতের অভিযোগে কথিত মাদ্রাসা ও এতিখানা লিল্লাহ বোর্ডিং এর পরিচালক ও তার স্ত্রীকে গ্রেফতার করেছে মডেল থানা পুলিশ। আজ শুক্রবার সকাল ১১ টায় মডেল থানায় এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই তথ্যটি জানান অতিরিক্ত পুলিশ সুপার অপরাধ ঢাকা জেলা দক্ষিন।

সংবাদ সম্মেলনের মাধ্যমে আরো জানানো হয় কেরানীগঞ্জ মডেল থানার আরশি নগর এলকায় বাড়ি ভাড়া নিয়ে ইহসানিয়া দৃষ্টি প্রতিবন্ধী হাফিজিয়া মাদ্রাসা ও এতিম খানা লিল্লাহ বোর্ডিং এর নামে কয়েকজন দৃষ্টি প্রতিবন্ধীদের দিয়ে ঢাকা জেলাসহ দেশের বিভিন্ন এলাকায় চাদা উত্তোলন ও উত্তোলিত চাদার টাকা আত্বসাৎ করে আসছিল ঐ চক্রটি। দৃষ্টি প্রতিবন্ধীরা চাদা উত্তোলন করলেও তাদেরকে ভাল খাবার দেয়া হত না। এমনকি প্রতিদিন ঐ চক্রের দাবীকৃত নির্দিষ্ট পরিমান চাদা দিতে না পারলে দৃষ্টি প্রতিবন্ধীদের মানসিকভাবে নির্যাতন করা হতো।

গোপন সংবাদের ভিত্তিতে এই খবর পেয়ে বৃহস্পতিবার সকালে একদল পুলিশ আরশি নগর এলকায় একটি স্কুলের গেটের সামনে মেইন রাস্তায় দৃষ্টি প্রতিবন্ধীদের দিয়ে সহজ সরল ধর্মপ্রান মানুষদের কাছে মাদ্রাসা ও এতিম খানা লিল্লাহ বোর্ডিং ্এর নামে চাদা উত্তোলনের সময় সেখানে অভিযান চালিয়ে হাতেনাতে মাদ্রাসার পরিচলাক মোঃ ইয়াসিন হুজুর ও তার স্ত্রী সীমা আক্তারকে গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে নগদ ৫হাজার টাকা, চাদা উত্তোলনের রশিদ ও কিছু ভিজিটিং কার্ড উদ্ধার করা হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ মডেল থানা সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার শাহাবুদ্দীন কবীর, মডেল থানা অফিসার ইনচার্জ মামুন অর রশিদসহ অন্যান্য কর্মকর্তাগন।