কেরাণীগঞ্জে ৬ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ২
কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধিঃ ঢাকার কেরাণীগঞ্জে ৫ হাজার ৮৫০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার । গ্রেফতারকৃতরা হলেন, নূর মোহাম্মদ (২৮) ও মোঃ শরিফ (২৪)।
আজ বিকালে র্যাবের মিডিয়া সেলে থেকে বিষয়টি নিশ্চিত করেন।
র্যাব-১০ জানান, আজ সকালে দক্ষিণ কেরাণীগঞ্জ থানার বাঘাপুর এলাকায় একটি অভিযান পরিচালনা করে ১৭ লক্ষ ৫৫ হাজার টাকা মূল্যের ৫ হাজার ৮৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে ইয়াবা ট্যাবলেটসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে দক্ষিণ কেরাণীগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।
গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় একটি মাদক মামলা রুজু করা হয়েছে।