কুলাউড়ায় রক্তদান ফাউন্ডেশন শ্রীপুর বাজার এর ইফতার মাহফিল
কুলাউড়া প্রতিনিধিঃঃকুলাউড়া উপজেলার ব্রাক্ষন বাজার ইউনিয়নের রক্তদান ফাউন্ডেশন শ্রীপুর বাজার এর উদ্যোগে আমেরিকা প্রবাসী মতিউর রহমান খান (মিতিক) এর আর্থিক সহযোগিতায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার (১১ এপ্রিল) শ্রীপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে।
হাফিজ নাঈমের কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়ে রক্তদান ফাউন্ডেশন শ্রীপুর বাজার সম্পর্কে স্বাগত বক্তব্য রাখেন নাছিরাবাদ জামে মসজিদের ইমাম ও খতিব আপ্তাব উদ্দিন। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রক্তদান ফাউন্ডেশন শ্রীপুর বাজার এর প্রধান উপদেষ্টা আব্দুস সোবহান মাষ্টার,
উপদেষ্টা দীপু খান, জয় খান আতিক, লন্ডন প্রবাসী আব্দুল হান্নান (ফারুক) অধ্যাপক এ,এন এম আলম, আব্দুল লতিফ কুটি মিয়া, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য শাহ হারুন অর রশিদ, মুহিতুর রহমান ফখরু, প্রবীন মুরব্বি আব্দুল গফুর কনু মিয়া সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ । আরও উপস্থিত ছিলেন রক্তদান ফাউন্ডেশন শ্রীপুর বাজার এর সহ-সভাপতি জিয়াউর রহমান জামান, সাধারন সম্পাদক রায়হান উদ্দিন রুহেল, কোষাধ্যক্ষ আবু সামাদ সুজেল, সহ-সাধারন সম্পাদক জয়নাল আহমদ, প্রচার সম্পাদক,
জামিল আহমদ, সাইফুল ইসলাম, সাকিব আহমদ সহ অনান্য সদস্যবৃন্দ। ইফতার মাহফিলে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন রক্তদান ফাউন্ডেশন শ্রীপুর বাজার এর ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুর রহিম শাহিন। ইফতার মাহফিলে এলাকার বিভিন্ন শ্রেণী পেশার প্রায় তিন শতাধিক মানুষ উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে রক্তদান ফাউন্ডেশনে আর্থিক সহায়তাকারী সকল সদস্য ও প্রবাসীদের জন্য বিশেষ দোয়া পরিচালনা করা হয়।