ঢাকা | ডিসেম্বর ২৬, ২০২৪ - ১০:৫১ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

ময়মনসিংহর অষ্টধার ইউনিয়ন জাতীয় পার্টির উদ্যোগে মতবিনিময়,

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Saturday, April 15, 2023 - 5:33 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 72 বার

ষ্টাফ রিপোর্টারঃময়মনসিংহঃ জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, সাবেক রাষ্ট্রনায়ক হুসেইন মুহম্মদ এরশাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও ময়মনসিংহ সদর আসনের জাতীয় সংসদ সদস্য বেগম রওশন এরশাদ এমপি’র সুস্থতা কামনায় ময়মনসিংহ সদর উপজেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক মোশারফ হোসেন এর আয়োজনে মিলাদ,দোয়া ও ইফতার মাহফিল এবং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৫শে এপ্রিল) বিকেল ৫টায় ময়মনসিংহ সদর উপজেলার ১নং অষ্টধার ইউনিয়ন জাতীয় পার্টির উদ্ঢ়োগে অষ্টধার বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত উক্ত মত বিনিময়,মিলাদ,দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

মিলাদ,দোয়া ও ইফতার পুর্ববর্তী সংক্ষিপ্ত বিনিময় সভায় ভিডিও কনফারেন্স এর মাধ্যমে উপস্থিত সকলের সাথে শুভেচ্ছা বিনিময় করে দলকে সাংগঠনিক ভাবে এগিয়ে নিতে দলীয় নেতাকর্মীদের আহবান জানান জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও সদর আসনের জাতীয় সংসদ সদস্য বেগম রওশন এরশাদ এমপি। পরে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম আলহাজ্ব হুসেইন মুহম্মদ এরশাদের স্বপ্নের সুখী-সমৃদ্ধ সোনার বাংলা বিনির্মানে অষ্টধার ইউনিয়ন জাতীয় পার্টির সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান ময়মনসিংহ জেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক সাবেক কাউন্সিলর আব্বাস উদ্দীন তালুকদার। প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন সদর উপজেলা সদস্য সচিব আবজাল হোসেন হারুন।

উক্ত মতবিনিময়, দোয়া ও ইফতার মাহফিলে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক সাব্বির হোসেন বিল্লাল, অষ্টধার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমদাদুল হক আরমান,সদর উপজেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক কাউসার আহমেদ প্রমুখ।

জাতীয় পার্টি অষ্টধার ইউনিয়ন শাখার শাখার আহবায়ক বিল্লাল উদ্দিন মেম্বারের সভাপতিত্বে ও সদস্য সচিব মোঃ আনোয়ার হোসেন স্বপনের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময়ে অন্যান্যদের মাঝে যুব সংহতির নেতা মোস্তাফিজুর রহমান মিন্টু সহ অষ্টধার ইউনিয়ন জাতীয় পার্টির ও বিভিন্ন অঙ্গসংগঠনেরনেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পরে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, সাবেক রাষ্ট্রনায়ক হুসেইন মুহম্মদ এরশাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও ময়মনসিংহ সদর আসনের জাতীয় সংসদ সদস্য বেগম রওশন এরশাদ এমপি’র সুস্থতা কামনায় মিলাদ ও মোনাজাত শেষে উপস্থিত সকলের মাঝে মাহে রমজান এর পবিত্রতা রক্ষায় ইফতার বিতরণ করা হয়।