ঢাকা | ডিসেম্বর ২৬, ২০২৪ - ১০:৫৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

তানোর ভূমি অফিস পরিদর্শনে অতিরিক্ত কমিশনার!

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Monday, April 17, 2023 - 9:59 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 43 বার

সোহানুল হক পারভেজ রাজশাহী : তানোর উপজেলা ভূমি অফিস পরিদর্শন করলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার ইমতিয়াজ হোসেন। আজ দুপুরে দিকে এসে ভূমি অফিস পরিদর্শন করেন তিনি।এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও পঙ্কজ চন্দ্র দেবনাথ ফুলের তোড়া দিয়ে অতিরিক্ত বিভাগীয় কমিশনার ইমতিয়াজ আহমেদ কে শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন।

এসময় ভূমি অফিস পরিদর্শনে অতিরিক্ত বিভাগীয় কমিশনার ইমতিয়াজ আহমেদ অফিসের বিভিন্ন রেজিস্ট্রার খাতা ও নথি পত্র পর্যবেক্ষণ করে সন্তুষ্টি প্রকাশ করেন ও সঠিক সময়ের মধ্যে সেবাপ্রাপ্তিদের কাঙ্খিত সেবা প্রদানের জন্য দপ্তরের সংশ্লিষ্ট সকলকে আহ্বান জানান। এ সময় নাজির ফিরোজ কবির, সার্ভেয়ার ইমারত আলী,জমা সহকারী ইসমত আরা সহ সকল কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।

উপজেলা এসিল্যান্ড (ভূমি) অফিসের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও পংকজ চন্দ্র দেবনাথ জানান, বিভাগীয় অতিরিক্ত কমিশনার ইমতিয়াজ আহমেদ স্যার ভূমি অফিস পরিদর্শনে এসে দপ্তরের ফাইলপত্র দেখে সন্তুষ্ট প্রকাশ করেছেন। সেই সাথে তিনি ভূমি অফিসে আসা সেবাপ্রাপ্তিদের সঠিক সময়ের মধ্যে সেবা দেয়ার জন্য নির্দেশ দিয়েছেন।