ঈদুল ফিতর উপলক্ষে বাড়ি বাড়ি গিয়ে ঈদসামগ্রী দিচ্ছেন মানবিক পুলিশ ছিদ্দিকুর
রাজন আবেদীন রাজু, স্টাফ রিপোর্টের:আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নিজের কর্মস্থল থেকে ছুটি নিয়ে নিজ এলাকায় অসহায় গরীব মানুষদের বাড়ি বাড়ি গিয়ে ঈদের উপহার সামগ্রী দিচ্ছেন মানবিক পুলিশ সদস্য ছিদ্দিকুর রহমান সাদেক। তিনি সিলেট মেট্রোপলিটন পুলিশের গাড়ি চালক হিসেবে কর্মরত আছেন।
পুলিশের স্বাভাবিক দায়িত্ব পালনের পাশাপাশি দীর্ঘদিন যাবত এ পুলিশ সদস্য অনেক অসহায়, গরিব, দুস্থ মানুষের মধ্যে খাদ্য সামগ্রী (চাল, আলু, তেল, পেঁয়াজ, ডাল, সেমাই) বিতরণের মাধ্যমে মানবিক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। এরই ধারাবাহিকতায় আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নিজের এলাকার অসহায়, গরিব, দিনমজুর, রিকশাচালকদের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী বিতরণ করছেন তিনি। একজন পুলিশ সদস্যর কাছ থেকে এমন উপহার সামগ্রী পেয়ে এলাকার মানুষজনও অনেক খুশি। শুধু ঈদ আসলেই নয়, করোনাভাইরাস সংক্রমণকালেও মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন পুলিশ সদস্য ছিদ্দিকুর।
পুলিশ সদস্য ছিদ্দিকুর রহমান সাদেক বলেন, ‘অনেক সময় যারা চক্ষু লজ্জার কারণে ত্রাণ চাইতে পারে না, আমি এমন মধ্যবিত্ত পরিবারের পাশে দাড়িয়েছি। এছাড়াও অসহায় ও ছিন্নমূল মানুষজনের মাঝে ঈদ উপহার হিসেবে এ খাদ্য সামগ্রী বিতরণ করছি। আমাদের সকলের উচিৎ আশপাশের বলতে না পারা অসহায় মানুষগুলোর পাশে দাঁড়ানো।