ঢাকা | জানুয়ারী ১২, ২০২৫ - ৫:৫৮ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

আশ্রয়ণ প্রকল্পের শতাধিক পরিবার পেলো রওশন এরশাদ এমপির ঈদ উপহার

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, April 19, 2023 - 2:50 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 69 বার

ষ্টাফ রিপোর্টারঃময়মনসিংহ সদর উপজেলার সুতিয়াখালী আশ্রয়ণ প্রকল্পের (গুচ্ছগ্রাম) শতাধিক পরিবারের পাশে দাঁড়িয়েছেন ‘মানবিক নেত্রী জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও সদর আসনের জাতীয় সংসদ সদস্য বেগম রওশন এরশাদ এমপি । এই পরিবারগুলোর নারী-পুরুষ ও শিশু কিশোদের মধ্যে এরই মধ্যে পৌঁছে দেওয়া হয়েছে বেগম রওশন এরশাদ এমপির পক্ষ থেকে ঈদ উপহার হিসাবে নতুন জামা-কাপড় ঈদ উপহার তুলে দিয়েছেন বেগম রওশন এরশাদ এমপির বিশ্বস্ত আস্থাভাজন মহানগর জাতীয় পার্টির সদস্য সচিব আব্দুল আউয়াল সেলিম । এরই মধ্যে দুই শতাধিক পরিবার পেয়েছেন ঈদ উপহার সামগ্রী।

বেগম রওশন এরশাদ এমপির পক্ষ থেকে ঈদ উপহার পেয়ে ঈদের আগেই যেন ঈদ আনন্দ বিরাজ করছে আশ্রয়ণ প্রকল্পগুলোর বাসিন্দাদের ঘরে ঘরে।

এ প্রসঙ্গে জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও সদর আসনের জাতীয় সংসদ সদস্য বেগম রওশন এরশাদ এমপি বলেছেন, বর্তমান সরকারের সাথে সমন্বয় করে জাতীয় পার্টি জাতীয় সংসদে বিরোধী দলীয় অবস্থানে থেকে জনকল্যাণে কাজ করে আসছে। জাতীয় পার্টির জনকল্যাণকর কাজের অংশ হিসাবে এ বছর পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিভিন্ন শ্রেণির অসহায় পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছেন তিনি। আশ্রয়ণ প্রকল্পগুলোর পরিবারের সদস্যদের ঈদ উপহার দেওয়া তারই একটি অংশ।

বুধবার (১৯এপ্রিল) ময়মনসিংহ সিটি করপোরেশনের ২৩নং ওয়ার্ড রওশন এরশাদ এমপি নিজ গ্রামের বাড়ির পাশে সুতিয়াখালী আশ্রয়ণ প্রকল্পে গুচ্ছ গ্রামে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। সেখানে বেগম রওশন এরশাদ এমপির পক্ষ থেকে শতাধিক পরিবার পেয়েছে ঈদ উপহার। বাকি পরিবারগুলোর মধ্যে এই উপহার পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছেন বেগম রওশন এরশাদ এমপির আস্থাভাজন মহানগর জাতীয় পার্টির সদস্য সচিব আব্দুল আউয়াল সেলিম।

এসময় উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক সাবেক কাউন্সিলর আব্বাস আলী তালুকদার,সাবেক কাউন্সিলর লাল মিয়া লাল্টু,সাব্বির হোসেন বিল্লাল,সদর উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব আবজাল হোসেন হারুন,২৩নং ওয়ার্ড জাতীয় পার্টির নেতা মোর্শেদ আলম,মির্জা রলিনসহ জাতীয় পার্টির জেলা,মহানগর ও সদর উপজেলার বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

বেগম রওশন এরশাদ এমপির ঈদ উপহার পেয়ে আনন্দে আত্মহারা গুচ্ছ গ্রামেরনবাসিন্দারা। তারা বলেন, আমাদের সকলেই অসহায় ও দারিদ্র পরিবারের মানুষ। রওশন এরশাদ আমাদের এলাকার গর্ব, সব সময় আমাদের পাশে আছেন। এবার ঈদের আগে আমাদের ঈদ আনন্দ দিলেন। তিনি পারিবারিক ভাবেই একজন মানবিক মানুষ।তার বাবা মরহুম উমেদ আলী উকিল সাহেবও সবরময় অসহায় মানুষের পাশে থাকতেন। আমরা তার সাফল্য কামনা করি।

মহানগর জাতীয় পার্টির সদস্য সচিব আব্দুল আউয়াল সেলিম বলেন, ময়মনসিংহের অসহায় ও দারিদ্র মানুষের কথা ভেবে এ অসহায় ও দারিদ্র মানুষের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ করার নির্দেশ দিয়েছেন । নেত্রীর নির্দেশনা মেনে আমরা ময়মনসিংহ জেলা মহানগর ও সদর উপজেলা জাতীয় পার্টির উদ্যোগে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি রমজানের শুরু থেকেই।