গ্রিসে ক্যাম্পে বন্দি বাংলাদেশিদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
প্রদীপ কুমার সরকার, গ্রীস প্রতিনিধি:পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে গ্রিসের করিন্থোস ডিটেনশন সেন্টারে আটককৃত বাংলাদেশিদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন গ্রিস আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি সিআইপি শেখ আল আমীন।
গতকাল বুধবার স্থানীয় সময় সকালে সিআইপি শেখ আল আমিন একজন আইনজীবী সঙ্গে নিয়ে ক্যাম্পে ঘুরে সকল বন্দি বাংলাদেশিদের সমস্যার কথা শুনে সহযোগীতার আশ্বাস দেন এবং খাদ্য সামগ্রী হাতে তুলে দেন।
এসময় উপস্থিত ছিলেন- সেভ দা ফিউচার ফাউন্ডেশন এর সভাপতি নুরুল আমীন দেওয়ান, বাংলা-গ্রিক শিক্ষা কেন্দ্রের সভাপতি দাদন মৃধা, গ্রিসস্থ ফরিদপুর ফেডারেশনের সহ সভাপতি শহিদুল ইসলাম, শিবচর থানা কমিটির সাবেক সভাপতি সোহেল হাওলাদার, ব্যবসায়ী সাইদুর রহমানসহ অন্যান্যরা।
প্রতি বছরের ন্যায় এবারও নিজ উদ্যোগে এসব বন্দি প্রবাসীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন শেখ আল আমীন। এর আগে গত শনিবার গ্রিসের মিনেদি ক্যাম্পে ১৬৫ জন বাংলাদেশির মাঝে ইফতার ও ঈদের খাদ্য সামগ্রী বিতরণ করেন। তিনি মানবিক কাজ অব্যাহত রাখতে সকলের দোয়া চান।
উল্লেখ্য, গ্রিসের বিভিন্ন ডিটেনশন বন্দি রয়েছেন কয়েক শতাধিক প্রবাসী বাংলাদেশি। বেশিরভাগই আটক হয়েছেন বসবাসের বৈধ কাগজপত্র না থাকায়। এখন পাসপোর্ট না থাকায় মুক্ত হতে পারছেন না কয়েক শতাধিক প্রবাসী। আবার অনেকেই আটকা পড়েছেন নানা আইনি জটিলতায়।