ঢাকা | জানুয়ারী ১১, ২০২৫ - ৮:৫৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

তানোরে সেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি বাবু সম্পাদক সোহেল

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Friday, May 12, 2023 - 4:45 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 87 বার

সোহানুল হক পারভেজ রাজশাহী :রাজশাহীর তানোরে ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ মে) বিকালে সরনজাই প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রথম অধিবেশনে আগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয় ও সভাপতি সম্পাদকের নামের তালিকা সংগ্রহ করা হয়। দ্বিতীয় অধিবেশনে ত্রি বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত হয়। উক্ত সম্মেলনে উদ্বোধক

ছিলেন,তানোর উপজেলা সেচ্ছাসেবক লীগের আহবায়ক শামসুল আলম ও প্রধান বক্তা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব রামিল হাসান সুইট। এসময় সম্মেলনে সভাপতিত্ব করেন সরনজাই ইউপি আওয়ামী সেচ্ছাসেবক লীগের আহবায়ক আপেল মাহম্মদ ও সঞ্চালনায় ছিলেন, ফজলে রাব্বী সদস্য ইউপি সেচ্ছাসেবকলীগ। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান মাইনুল ইসলাম স্বপন,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক আবুল কালাম আজাদ প্রদীপ সরকার,উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু বাক্কার, উপজেলা আওয়ামী মহিলা লীগের সভানেত্রী ও ভাইস চেয়ারম্যান সোনিয়া সরদার,বিশিষ্ট সমাজসেবক ও তরুণ আওয়ামী লীগ নেতা আবুল বাসার সুজন,উপজেলা আওয়ামী লীগের সদস্য আবু সাঈদ। উপজেলা যুবলীগ নেতা মঈনুদ্দিন, সরজাই ইউপি যুবলীগ সভাপতি সেলিম রেজা,আওয়ামী লীগ নেতা আতাউর রহমান,কলমা ইউনিয়ন

সেচ্ছাসেবক লীগের সভাপতি তানভীর রেজা, সাবেক ছাত্র লীগ নেতা আব্দুল বারীসহ বিভিন্ন ইউপি ও পৌরসভা থেকে আসা সেচ্ছাসেবকলীগের সভাপতি ও সম্পাদক বৃন্দরা উপস্থিত ছিলেন। সন্ধার পরে দ্বিতীয় অধিবেশনে নতুন সেচ্ছাসেবক লীগের কমিটির সভাপতি ও সম্পাদকের নাম ঘোষণা করা হয়। সরনজাই ইউপি সেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিকী সম্মেলনে হাফিজুর রহমান বাবুকে সভাপতি ও সোহেল রানাকে সম্পাদক নির্বাচিত করা হয়।